
স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৯ সেপ্টেম্বর: এক আদিবাসী মহিলার ঘরে এক ব্যক্তি আচমকা ঢুকে পড়ায় ধারাল অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করল। ঘটনাটি গোয়ালপোখর থানার উত্তর গোয়ালিন গ্রামের। পুলিশ খুনের অভিযোগে অভিযুক্ত মহিলা ও তার ভাইকে গ্রেপ্তার করেছে। ঘটনার তদন্তের স্বার্থে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ধৃত দুই জনকে আজ ইসলামপুর আদালতে পেশ করেছে গোয়ালপোখর থানার পুলিশ।
জানাগেছে, গতকাল অধিক রাতে মদ্যপ অবস্থা মঙ্গল টুডু নামে এক আদিবাসী প্রতিবেশী সঞ্জলি মার্ডির ঘরে ঢুকে পরে। ঘুমন্ত অবস্থায় মহিলার ঘরে পুরুষকে দেখে হতচকিত হয়ে পড়েন সঞ্জিলা। হাতের কাছে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে মঙ্গল টুডুর মৃত্যু হয়। গোয়ালপোখর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতালের মর্গে পাঠায়। মৃতার আত্মীয় শনিরাম মুম্মুর অভিযোগের ভিত্তিতে পুলিশ সঞ্জিলা মার্ডি এবং তার ভাই জন টুডুকে গ্রেপ্তার করেছে।জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ধৃত দুই জনকেই আজ ইসলামপুর আদালতে পেশ করেছে গোয়ালপোখর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।