
আমাদের ভারত, জলপাইগুড়ি, ১২ অক্টোবর: জলপাইগুড়ি শহরে টোটো চালাতে দেওয়ার প্রশাসনিক অনুমতির দাবিতে মন্ডলঘাট গ্রাম পঞ্চায়েত ই- রিক্সা চালক ইউনিয়নের পক্ষ থেকে জলপাইগুড়ি পুরসভার সামনে বিক্ষোভ দেখানো হয়। পাশাপাশি এই দাবিতে বুধবার পুরসভায় একটি দাবি পত্র পেশ করা হয়। এদিন মন্ডলঘাট অঞ্চল এলাকার প্রায় শতাধিক টোটো চালক টোটো নিয়ে পুরসভার সামনে উপস্থিত হন। পাশাপাশি বিক্ষোভে শামিল হন তারা।
টোটো চালক ইউনিয়নের সদস্যদের দাবি, তারা অনেক কষ্টে একটি টোটো কিনে কোনো রকমে সংসার চালাচ্ছেন। তারা জানতে পেরেছেন পুরসভার পক্ষ থেকে শুধুমাত্র কয়েকটি অঞ্চল এলাকার টোটকেই শহরে প্রবেশের অনুমতি থাকছে। কিন্তু মন্ডলঘাট এলাকার কোনো টোটো শহরে প্রবেশ করতে পারবে না। তাই এরই প্রতিবাদে এদিন সোচ্চার হন তোরা। তাদের বক্তব্য, মন্ডলঘাট অঞ্চল এলাকা থেকে পাতকাটা অঞ্চল শহর থেকে অনেকটা দূরে অথচ ওই এলাকার টোটো প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। মন্ডলঘাট অঞ্চল সহ অন্যান্য অঞ্চল এলাকার টোটোগুলোকেও শহরে প্রবেশের অনুমতি দিতে হবে বলে দাবি করেন তারা।
এ বিষয়ে ইউনিয়নের সদস্য নৃপেণ মন্ডল বলেন, শহরে টোটো যথেষ্ট বেড়েছে ঠিকই। কিন্তু এর বিকল্প ব্যবস্থা হিসেবে শহরের উপর ফ্লাইওভার তৈরি করলে এই সমস্যা অনেকটাই মিটে যাবে বলে দাবি তার। এ বিষয়ে পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন, এই মুহূর্তে জলপাইগুড়ি শহরের ১৪ হাজার টোটো চলছে। অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সাধারণ মানুষের যাতায়াতের সমস্যা হচ্ছে টোটোর কারণে। তাই শুধুমাত্র বারকোড দেওয়া সাড়ে ৫ হাজার টোটো চালকদের পরিচয় পত্র দেওয়া হবে যার মধ্যে শহর ছাড়াও পাহাড়পুর, খরিয়া, পাটকাটা, অরবিন্দ অঞ্চলের টোটো থাকবে। এর মধ্যে মন্ডলঘাট থাকছে না। তবে ভবিষ্যতে এ বিষয়ে নিশ্চয়ই ভেবে দেখা হবে বলে জানান সৈকত চট্টোপাধ্যায়।