আমফানের জের, সুন্দরবনকে বাঁচাতে ম্যানগ্রোভ বসানোর কাজ শুরু

আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ১০ অক্টোবর:
আমফানে ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল।
একদিকে নদীবাঁধ অন্যদিকে ম্যানগ্রোভ, ভূমিক্ষয় নদী ভাঙ্গন বড় বিপর্যয় আটকাতে নতুন করে উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ও অল্টার লাইফ স্বেচ্ছাসেবী সংগঠন যৌথ উদ্যোগে বসিরহাট মহাকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের রূপমারি গ্রাম পঞ্চায়েতের কুমিরমারি, বেড়ে চক ডাসা নদী ধরে প্রায় দুই কিলোমিটারজুড়ে ৩০০০০ ম্যানগ্রোভ চারা বসানোর কাজ শুরু করেছে এই স্বেচ্ছাসেবী সংগঠন।

সুন্দরবনের সুন্দরী, কাঁকড়া, কালোবাইন পেয়ার, বাইন, ঘরখোঁজা প্রভৃতি ম্যানগ্রোভের চারা বসানোর কাজ শুরু করেছে। সুন্দরবনকে আগামী দিন যাতে বড় বিপর্যয় রোখা যায়, বিপর্যয়ের মুখে পড়তে হবে না বাংলার মানুষকে। তাই নতুন করে সুন্দরবনকে নতুন রূপে ফিরে পেতে ম্যানগ্রোভ বসানোর শপথ নিল স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। ইছামতি বিজ্ঞান মঞ্চের সভাপতি পার্থ মুখার্জি সম্পাদক প্রদীপ সরকার অল স্টার লাইফের বিপুল গাইন সহ স্বেচ্ছাসেবী অন্যান্য সদস্যরা আজ শনিবার সকাল থেকে ডাসা নদীর পাড় বরাবর গাছ লাগানোর কর্মসূচি নিয়েছে। আগামী দিনে এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন।

এরফলে একদিকে যেমন নদী ভাঙ্গন ভূমিক্ষয় রুখবে অন্যদিকে বড় বিপর্যয় আটকাবে এই ম্যানগ্রোভ বলে মনে করছেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্যরা। ম্যানগ্রোভ চারা রোপণের মধ্যে দিয়ে সুন্দরবন বাঁচাও-পরিবেশ বাঁচাও- এর ডাক দেওয়া হবে বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে। আমফানে আমাদের সাথে কর্মসূচিতে কাজ করেছিল অল্টার লাইফ এই দুই সংগঠনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সুন্দর মনের মানুষ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here