১৭ই জানুয়ারি জগদীপ ধনকরের ডাকা সর্বদলীয় বৈঠকে যাচ্ছেন না মান্নান ও সুজন চক্রবর্তী

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১৩ জানুয়ারি:
১৭ই জানুয়ারি রাজ্যপালের ডাকা সর্বদল বৈঠকে থাকতে পারবে না সিপিএম ও কংগ্রেস। রাজ্যপালকে সে কথা জানিয়ে দেওয়া হচ্ছে বলে সোমবার বিধানসভায় জানালেন রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান। তিনি এদিন সাংবাদিকদের বলেন, পূর্বসূচি অনুযায়ী আমি দিল্লিতে থাকবো। আমার দিল্লিতে কিছু কাজ রয়েছে। তাই রাজ্যপাল জগদীপ ধনকরের ডাকা বৈঠকে যাওয়া হচ্ছে না।

অন্যদিকে সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী বলেন, আমরাও সেন্ট্রাল কমিটির মিটিং আছে কেরলে। তাই পূর্ব নির্ধারিত দলের বৈঠকে আমি যাচ্ছি। তবে রাজ্যপাল জগদীপ ধনকের ডাকা এমন বৈঠককে নজিরবিহীন বলে জানালেন বিধানসভার বিরোধী দলনেতা। রাজ্যপালের এমন সর্বদলীয় বৈঠক ডাকার উদ্যোগের প্রশংসা করেছেন আব্দুল মান্নান মান্নান ও সুজন চক্রবর্তী।

প্রসঙ্গত, ১৭ ই জানায়ারি রাজ্যপাল রাজভবনে একটি সর্বদলীয় বৈঠক ডেকেছেন। সেখানে বিধানসভায় বিধায়ক আছে সব রাজনৈতিক দলগুলিকে বৈঠকে আমন্ত্রন জানিয়েছেন জগদীপ ধনকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *