সিএএ নিয়ে এবার রাজ্যে একসঙ্গে সভা করতে চেয়ে মমতাকে প্রস্তাব দিলেন মান্নান ও সুজন

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৩১ ডিসেম্বর:
সিএএ’র বিরুদ্ধে রাজ্যে একসঙ্গে সভা করতে চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন আব্দুল মান্নান। তিনি চান একসঙ্গে পথে নেমে নাগরিকত্ব সংশোধনী আইন এবং এনআরসি বিরোধী আন্দোলন করতে। রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নানের প্রস্তাবে সায় আছে সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তীরও। আব্দুল মান্নান বলেন, বাবরি মসজিদ ধ্বংস পরবর্তী সময়ে শান্তি বজায় রাখতে একসঙ্গে পথে নেমেছিল বাম-কংগ্রেস। উদ্ভূত পরিস্থিতিতে সারা দেশকে বার্তা দিতে এ রাজ্যে তৃণমূলের সঙ্গে যৌথ আন্দোলন হতেই পারে। মঙ্গলবার বিধানসভায় এক সাংবাদিক বৈঠকে একথা একসঙ্গে জানান আব্দুল মান্নান ও সুজন চক্রবর্তী।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এ রাজ্যে যৌথভাবে বিজেপির বিরুদ্ধে সভা করার জন্য লিখিত প্রস্তাব দিয়েছেন মান্নান। তৃণমূলের সঙ্গে পথে নেমে একসঙ্গে আন্দোলনে রাজি প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রও। আব্দুল মান্নানের দাবি, মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়ার আগে বিষয়টি তিনি সোমেন মিত্রকে জানিয়েছেন। সোমেন মিত্র তাতে সম্মতি দিয়েছেন। তাহলে কি এবার নাগরিকত্ব সংশোধনী আইন এবং এনআরসি ইস্যুতে এক সারিতে দেখা যাবে তৃণমূল বাম এবং কংগ্রেসকে। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে সর্বদলীয় সভা ডাকার জন্য মুখ্যমন্ত্রীকে প্রস্তাব সুজন চক্রবর্তীর। তিনি বলেন, এই সভাতে রাজ্যের গণসংগঠন গুলিকেও ডাকা যেতে পারে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here