সংবিধান দিবসে বিধানসভায় মমতার সঙ্গে খোশ মেজাজে ছবি মান্নান, সুজনের

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৬ নভেম্বর :
ডঃ বি আর আম্বেদকরের ছবিতে মালা দিয়ে সংবিধান দিবসের সূচনা করলেন লোকসভার প্রাক্তন স্পিকার মীরা কুমার ও অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিধানসভার কক্ষে সংবিধান দিবসে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল এমকে নারায়ণ, প্রাক্তন রাজ্যপাল শ্যামল সেন। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সংবিধান দিবসে বিধানসভায় এদিন ছিল রাজ্যের রাজনীতিতে ঐক্যের পরিবেশ। মুখ্যমন্ত্রীর সঙ্গে খোশ মেজাজে গল্প করলেন রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী। এমনকি মুখ্যমন্ত্রীর সঙ্গে হাসিমুখে ছবি তুলেছেন কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী। বহরমপুরের কংগ্রেস বিধায়ক এদিন মমতার সঙ্গে সব রাজনৈতিক তিক্ততা ভুলে গিয়ে সৌজন্যতার নজির রাখলেন। তবে সংবিধান দিবসে কোনও বত্তব্য রাখেন নি আব্দুল মান্নান। তার বক্তব্যের জন্য দশ মিনিট বরাদ্ধ করা হয়েছিল। এত অল্প সময়ে সংবিধান দিবস নিয়ে কোনও বক্তব্য রাখলেন না আব্দুল মান্নান।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here