
নীল বনিক, আমাদের ভারত, ১৩ ফেব্রুয়ারি: ডাকলে যান না, তাই ইষ্টওয়েষ্ট মেট্রোর উদ্বোধনে মুখ্যমন্ত্রীকে ডাকা হয়নি। বৃহস্পতিবার কলকাতায় এই কথা জানান বিজেপি বিধায়ক মনোজ টিক্কা। তিনি বলেন, এই সংস্কৃতি তো তৃণমূল কংগ্রেস শুরু করেছে। ওরা তো আমাদের বিধায়ক সাংসদদের ডাকে না। জেলাশাসক বা ভিডিওর বৈঠকেও বিধায়কদের ডাকা হয় না। এই সংস্কৃতি তো আমারা ওনাদের থেকে শিখেছি।এখানে ওঁনাকে ডাকা হয়েছে কিনা সেটা অন্য ব্যাপার। আসলে ওঁনাকে ডাকলেও যান না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক অনুষ্ঠানে অতীতে কেন্দ্র আমন্ত্রন জানিয়েছে। কিন্তুু মুখ্যমমন্ত্রী কেন্দ্রীয় সরকারের আমন্ত্রন রক্ষা করেননি। যেহেতু বারবার কেন্দ্রীয় সরকারের আমন্ত্রন মমতা বন্দ্যোপাধ্যায় রাখেননি তাই হয়তো এবার তাঁকে আমন্ত্রন জানায়নি।
প্রসঙ্গত, আজ ইষ্টওয়েষ্ট মেট্রো প্রকল্পের উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রন জানায়নি রেল মন্ত্রক। রেল মন্ত্রকের এই ভূমিকা নিয়ে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমন শুরু করেছে তৃণমূল। রাজ্যের মন্ত্রী গৌতম দেব বলেন, কেন্দ্রীয় সরকার শিষ্টাচার জানে না। তারা রাজনৈতিক সৌজন্যতা রাখতে জানেন না। তাই রাজ্যের মুখ্যমন্ত্রীকে ছাড়াই কলকাতায় ইষ্টওয়েষ্ট মেট্রো প্রকল্পের উদ্বোধর করছেন রেলমন্ত্রী পীয়ূষ গোয়েল। তবে কেন্দ্রীয় সরকারের এই অহংকার বেশি দিন থাকবে না বলেও জানান গৌতম দেব। বিজেপি নেতাদের কটাক্ষ করে গৌতম দেব বলেন, অহংকার পতনের মূল। বিজেপির খুব শীঘ্রই পতন হবে।
মন্ত্রী গৌতম দেবকে আবার পাল্টা কটাক্ষ করেন বিজেপি বিধায়ক মনোজ টিক্কা। তিনি বলেন, সরকারি অনুষ্ঠানে এরাজ্যে বিরোধীদের ডাকা হয় না। তাহলে এখন কেন এবিষয়ে তৃণমূল মন্তব্য করছেন। অসৌজন্যতার কথা তৃণমূলের মন্ত্রীদের মুখে মানায় না।