জলপাইগুড়ি শহরতলীর বহু এলাকা জলমগ্ন

আমাদের ভারত, জলপাইগুড়ি, ২১ জুন: পাহাড়ে ভারী বৃষ্টির ফলে জলপাইগুড়িতে তিস্তা নদীর জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে। তিস্তার দোমহনী থেকে ভারত- বাংলাদেশ সীমান্তের অসংরক্ষিত এলাকায় লাল ও সংরক্ষিত এলাকায় হলুদ সঙ্কেত জারি করছে সেচ দফতর।

দফায় দফায় জল ছাড়া হচ্ছে তিস্তা ব্যারাজ থেকে। সেই কারণে নদী সংলগ্ন এলাকায় জল বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেচ দফতরের নজরদারি চলছে নদী ও বাঁধে। সোমবার রাত ২.২৫ মিনিটে তিস্তার অসংরক্ষিত এলাকায় লাল সঙ্কেত জারি করা হয়েছিল। শহরতলীর বিবেকানন্দ পল্লী, উত্তর ও দক্ষিণ সুকান্ত নগর, সারদা পল্লী সহ নদী সংলগ্ন একাধিক গ্রাম জলমগ্ন। কয়েক হাজার মানুষ জলমগ্ন। জলবন্দি গ্রামবাসীদের অভিযোগ,জেলা প্রশাসন ও খড়িয়া গ্রাম পঞ্চায়েত থেকে
কোনও সুযোগ সুবিধে দেওয়া হচ্ছে না।
শুকনো খাবার খেয়ে দিন কাটাচ্ছেন জলবন্দি বাসিন্দা। সেচ দফতরের তরফ থেকে জানানো হয়, মঙ্গলবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তিস্তার জল কমতে শুরু করছে। এ দিন দুপুরে লাল সঙ্কেত তুলে অসংরক্ষিত এলাকায় হলুদ সঙ্কেত জারি করল সেচ দফতর।

জলপাইগুড়ি সেচ দফতরের জুনিয়র ইঞ্জিনিয়ার ধনঞ্জয় মিস্ত্রি বলেন, “তিস্তার জল বেড়ে যাওয়ার সম্ভবনা রয়েছে বিকেলে। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক আছে লাল সঙ্কেত তুলে নেওয়া হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *