হাওড়া স্টেশন এলাকায় খোলা আকাশের নিচে আশ্রয়হীন বহু মানুষ

আমাদের ভারত, হাওড়া, ২৮ মার্চ:
কোরোনা সংক্রমণ থেকে নিজেদের বাঁচাতে এখন গৃহবন্দি দেশের মানুষ। সংক্রমণ রুখতে যা একমাত্র সহজ পথ। এরই মাঝে যারা গৃহহীন ভবঘুরে তাদের বিপদটাই এখন সবচেয়ে বেশি। কারণ শহরের ফুটপাত, স্টেশন ও অন্যত্র খোলা আকাশের নিচেই এদের বাস। খোলা আকাশের নিচে একসঙ্গে অনেকের থাকার কারণে এদের মধ্যে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা বেশি। এই সংক্রমণ যাতে রোখা যায় সেজন্যই উদ্যোগী হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গতকালও নবান্ন থেকে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসনগুলোকে। তিনি নিজে আলিপুর সহ একাধিক জায়াগায় ত্রাণ তুলে দিয়ে এসেছেন।

মুখ্যমন্ত্রীর ঘোষণার পর অনেক জায়গায় ভবঘুরেদের জন্য শেল্টার বা হোমের ব্যবস্থা করা হলেও সর্বত্র একই ছবি নজরে এলো না। শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা হাওড়া স্টেশন এলাকায় এখনো একইভাবে আকাশের নিচে বসবাস করছেন শতাধিক ভবঘুরে ও ফুটপাতবাসী। তাদের সঙ্গে কথা বলে জানা গেল, প্রশাসনের তরফে তাদের সেখান থেকে অন্যত্র নিয়ে যাওয়ার কোনও ব্যবস্থা এখনো করা হয়নি। কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে খেতে দিলে তবে খাচ্ছেন তাঁরা। পাশাপাশি নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে কাটছে তাদের দিন। ফলে প্রশ্ন আসছে, মুখ্যমন্ত্রীর নির্দেশে এই ভবঘুরেদের জন্য সর্বত্র একই ভাবে কার্যকর হচ্ছে না কেন?

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here