প্রেমিকের সঙ্গেই গৃহবধূর বিয়ে দিলেন বড়–জা, কালিয়াগঞ্জে সাক্ষী রইলেন বহু মানুষ

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৪ আগস্ট: ছোট জা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিল। তাই সেই প্রেমিকের সঙ্গেই ছোট জা-কে বিয়ে দিয়ে দিলেন বড় জা৷ মন্দিরের প্রাঙ্গনে সারা হল বিয়ের পর্ব৷ সাক্ষী রইলেন প্রচুর মানুষ। মঙ্গলবার রাতে এমনই এক নাটকীয় ঘটনা ঘটল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে৷

জানা গিয়েছে, স্বামীর সঙ্গে ঘর করতে করতেই স্থানীয় ভাড়াটিয়া এক যুবকের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন এক গৃহবধূ। ঘরের কাজকর্ম ফেলে মাঝে মধ্যেই লুকিয়ে ওই যুবকের সঙ্গে মেলামেশা দিব্যি চলছিল। কিন্তু হঠাৎই ফাঁস হয়ে যায় সেই বিবাহ বহির্ভূত সম্পর্ক। এরপরই শুরু হয় অশান্তি। গত সোমবার ওই প্রেমিক যুগলকে ধরে মারধর করেন স্থানীয় বাসিন্দাদের একাংশ৷ এই ঘটনার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই মঙ্গলবার রাতে অবশেষে চার হাত এক হল। বিবাহ বহির্ভূত সম্পর্ক বৈধতা পেল স্থানীয়দের সহযোগিতায়।

পুরনো রেজিষ্ট্রি অফিসের পূর্বাসা অনুশীলনী স্পোর্টিং ক্লাবের টেপাকালী মন্দিরে ওই যুবকের সঙ্গে গৃহবধূর বিয়ে দিয়ে চার হাত এক করে দেন ওই গৃহবধূর বড় জা পম্পা দত্ত সহ স্থানীয় বাসিন্দারা৷ পম্পাদেবী বলেন, সম্পর্কে আমার জা হয়। দেওয়রের সঙ্গে ঘর করবে না বলেছে। এরই মধ্যে তার পরকীয়া সম্পর্ক জানাজানি হলে অশান্তি হয়। বাধ্য হয়েই প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হল।

অন্যদিকে ওই গৃহবধূর স্বামী সুজিত ঘোষ বলেন, গোপনে ওই যবুকের সঙ্গে মেলামেশা করতে গিয়ে ধরা পড়ে। স্ত্রীকে বারবার এব্যাপারে নিষেধ করা সত্ত্বেও কথা শোনেনি।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here