সাতসকালে জলপাইগুড়িতে করুন পরিণতি মুর্শিদাবাদের বহু বাসিন্দার

আমাদের ভারত, জলপাইগুড়ি: ট্র‍্যাক্টর ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ট্র‍্যাক্টরে থাকা তিনজন শ্রমিকের, আহত প্রায় পনেরো জন। মঙ্গলবার সাত সকালে দুর্ঘটনাটি ঘটে জলপাইগুড়ির জেলার ময়নাগুড়ির উল্লাডাবরী জাতীয় সড়কে।

জানাগেছে, জখমরা সকলে রেল দফতরের ঠিকাদার সংস্থার অস্থায়ী শ্রমিক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই শ্রমিকদের দলটি তিস্তা সেতু সংলগ্ন এলাকায় থাকে। এ দিন সকালে ট্র‍্যাক্টরে করে বহু শ্রমিক রেলের কাজে যাচ্ছিলেন। স্থানীয়রা জানায়, ট্র‍্যাক্টর জাতীয় সড়কে বাঁ দিকের রাস্তা দিয়ে না গিয়ে ডান দিকের রাস্তা দিয়ে দ্রুত গতিতে যাচ্ছিল। সেই সময় উল্টো দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ট্র‍্যাক্টরের সামনের অংশ ও পিছনের অংশ সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গিয়েছে। ট্রাকের সামনে ক্ষতি হয়। ট্র‍্যাক্টরের থাকা শ্রমিকরা রাস্তায় ছিটকে পড়ে।

স্থানীয়রা বিকট শব্দ শুনে ছুটে আসেন। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও এম্বুল্যান্স। জখমদের উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। হাসপাতাল সুত্রে জানা যায়, ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে, হাসপাতালে নিয়ে আসার পর দুজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন সুমন শেখ, হুসেন শেখ ও কমল মাল। বাকি প্রায় ১৫ জনের চিকিৎসা চলছে হাসপাতালে কয়েকজন জখম গুরুত্বর। প্রায় সকল শ্রমিক মুর্শিদাবাদ থেকে কাজে এসেছে বলে জানা যায়।

ট্র‍্যাক্টরে থাকা এক শ্রমিক মহম্মদ সহিদুল বলেন, “কাজের জন্য দোমহনীতে যাচ্ছিলাম। এক কিলোমিটার যেতে না যেতেই দুর্ঘটনা সব শেষ হয়ে গেল।” আরও এক শ্রমিক রমেশ সরকার বলেন,”তিনজন শ্রমিকের মৃত্যু হয়েছে। আরও প্রায় পনেরোজনের চিকিৎসা চলছে।” হাসপাতাল সূত্রে জানা যায়, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *