স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১৮ জানুয়ারি: ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত হয়ে গেল বেশ কয়েকটি দোকান ও দোকানে থাকা পণ্যসামগ্রী৷ সোমবার ভোররাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে ইসলামপুর থানা সংলগ্ন এলাকায়। দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে ইসলামপুর দমকলবাহিনীর দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রনে আনে৷ ঘটনাস্থলে আসেন থানায় থাকা কর্তব্যরত পুলিশ কর্মীরা৷ কি কারনে ভয়াবহ এই আগুন লাগল তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
সোমবার ভোর তিনটে নাগাদ আচমকাই ইসলামপুর শহরের থানার সামনে থাকা কয়েকটি দোকানে আগুন দেখতে পান থানায় কর্তব্যরত পুলিশ কর্মীরা৷ তাঁরাই দ্রুত খবর দেন ইসলামপুর দমকলবাহিনীকে। মুহূর্তের মধ্যে আশপাশের দোকানগুলিতেও আগুন ছড়িয়ে পড়ে। সাত-আটটি দোকান ও দোকানে থাকা পণ্যসামগ্রী আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এলাকার দোকানদার ব্যবসায়ীদের প্রচুর টাকা ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। কীভাবে কোন দোকান থেকে আগুন লাগল তা খতিয়ে দেখছে ইসলামপুর থানার পুলিশ ও দমকলবাহিনী। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।