মালদায় বিনে পয়সার বাজার! চাল, ডাল, তেল, নুন, চা, চিনি সব পাওয়া যাবে

আমাদের ভারত, মালদা, ১১ এপ্রিল: করোনা সংক্রমের জেরে চলছে লকডাউন। আর এই পরিস্থিতে সমস্যা নিত্যসঙ্গী হয়েছে। আর সেই কারনে শুরু হল বিনামূল্যের বাজার। যে বাজারে চাল থেকে শুরু করে চা, চিনি, বিস্কুট পাওয়া যাবে বিনামূল্যে। এমনই এক অভিনব বাজার চালু হলো পুরাতন মালদার পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের।

পুরাতন মালদার মির্জাপুরে মহানন্দা নদী সংলগ্ন মাঠে এই বাজার চালু করলেন এলাকার কাউন্সিলর সফিকুল ইসলাম। কুড়ি নম্বর ওয়ার্ডের ৮০০ পরিবার বিনামূল্যে তিন কেজি করে চাল, দু কিলো আলু, ৫০০ গ্রাম পেঁয়াজ ২৫০ গ্রাম লঙ্কা, ৫০০ গ্রাম মিষ্টি কুমড়া, কোয়াশ ১কেজি এমনকি বাজারে চা, চিনি, বিস্কুট, সরষের তেল সহ প্রায় কুড়িটি সামগ্রী বিনামূল্যে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

এমন বাজার হাতের নাগালে পেয়ে খুশি এলাকার দুস্থ পরিবার। পরিদর্শনে এসে রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর অভিভূত। তিনি বলেন, এই বিপদের সময় যেভাবে এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছেন কাউন্সিলর তাতে তিনি খুশি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অন্যান্য এলাকাতেও জনপ্রতিনিধিদের এমন উদ্যোগ নেওয়ার জন্য আবেদনও করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *