মালদায় শহিদ দিবসের অনুষ্ঠান দেখানো হচ্ছে জায়েন্ট স্ক্রিনে

আমাদের ভারত, মালদা, ২১ জুলাই: ২১শে জুলাই শহিদ দিবসে সকাল থেকেই মালদা শহরের স্টেশন রোড সংলগ্ন নুর মেনসনে তৃণমূলের পার্টি অফিসে জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে মমতা বন্দোপাধ্যায়ের ভার্চুয়াল র‍্যালির প্রস্তুতি শুরু হয়। এছাড়াও শহরের পোষ্টফিস মোড়, সদরঘাট, নেতাজী মোড়, বি এস রোড সহ সমস্ত ব্লকে এই সভা দেখাবার ব্যবস্থা করা হয়েছে। তবে সমস্ত অনুষ্ঠানটি করোনা আবহে সামাজিক দূরত্ব বজায় রেখে করা হয় বলে জেলা তৃণমূল সুত্রে খবর।

স্টেশন রোডে নুর মেনশনে শহিদ বেদিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য জানান জেলা সভা নেত্রী মৌসম নুর। অন্যদিকে কানিরমোড় এলাকায় শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন ইংরেজবাজার পুরসভার ভাইস চেয়ারম্যান দুলাল সরকার ও মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চৈতালি ঘোষ সরকার। এরপর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। করোনা মোকাবিলায় শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাস্ক বিলি করেন দুলাল সরকার।

মৌসম নুর বলেন, সমাজিক দূরত্ব বজায় রেখে জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে অনুষ্ঠান দেখার ব্যবস্থা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *