বনগাঁর গৌড়ীয় মঠ থেকে সীমান্ত রক্ষীদের দেওয়া হল মাস্ক ও হ্যান্ডওয়াশ

সায়ন ঘোষ, আমাদের ভারত, বনগাঁ, ১৮ মার্চ: করোনা ভাইরাসের হাত থেকে রক্ষাপেতে সজ্জন মহারাজের জন্মদিন উপলক্ষে বিএসএফ জওয়ানদের হাতে মাস্ক ও হ্যাণ্ডওয়াশ তুলে দিলেন মঠের মহারাজরা। বুধবার উত্তর ২৪ পরগণার পেট্রাপোল থানা এলাকার ভবানীপুর মঠে এসে বিএসএফের ডিআইজি একে ঠাকুরের হাতে প্রায় ৩০০ মাস্ক ও হ্যান্ডওয়াশ তুলে দেন।

সূত্রে জানা গিয়েছে, বুধবার গৌড়ীয় মঠের গুরু মহারাজ সজ্জন মহারাজের ৯৪ তম জন্মদিন। জন্মদিন উপলক্ষে রাজ্যের বিভিন্ন এলাকার মানুষ বনগাঁর ভবানীপুর গৌড়ীয় মঠে আসেন। প্রধান অধ্যক্ষের জন্মদিন উপলক্ষে ভক্তদের পাশাপাশি ভবানীপুর মঠে উপস্থিত হন বিএসএফের ৬৪ নম্বর ব্যাটেলিয়ানের ডিআইজি একে ঠাকুর ও বনগাঁর প্রাক্তন বিধায় গোপাল শেঠ। মঠে কেক কেটে মহারাজের জন্মদিন পালন শেষে মঠের মহারাজ ও গোপাল বাবু বিএসএফ আধিকারিকের হাতে মাস্ক ও হ্যান্ডওয়াশ তুলে দেন।

গোপাল শেঠ বলেন, “করোনা আতঙ্ক রয়েছে সীমান্ত এলাকায়। সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা আমাদের সীমান্ত পাহারা দেয়। তারা ভালো থাকলে আমরা ভালো থাকবো। সে কারণেই মঠের উদ্যোগে তাদের হ্যান্ডওয়াশ ও মাস্ক দেওয়া হয়।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here