
সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১ফেব্রুয়ারি: প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রকৃত গৃহহীনদের ঘর প্রদান ও অযোগ্যদের নাম তালিকা থেকে বাতিল, ১০০ দিনের কাজের ১১মাস ধরে বকেয়া থাকা প্রায় ৫ কোটি টাকা অবিলম্বে প্রদান তথা MNREGA’য় ১০০দিনের কাজকে বাড়িয়ে বছরে ২০০ দিন করা এবং দৈনিক ৬০০ টাকা মজুরি প্রদান, পাট্টা পেয়েছেন অথচ জমি চিহ্নিত করে দেওয়া হয়নি এমন প্রত্যেক পাট্টাদারের জমি চিহ্নিত করে দেওয়া, কৃষকদের উৎপাদিত ফসল ন্যাহ্য মূল্যে কেনার উপযুক্ত ব্যাবস্থা গ্রহণ সহ ১৭ দফা দাবিতে আজ বাঁকুড়ার পুয়াবাগানে সিপিআই(এম), বাঁকুড়া দক্ষিণ এরিয়া কমিটির পক্ষ থেকে বাঁকুড়া ১নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিককে গণ ডেপুটেশন প্রদান করা হয়। এই কর্মসূচিতে বাঁকুড়া ১নং ব্লক এলাকার ছটি গ্রাম পঞ্চায়েত এলাকার কয়েকশো মানুষ যোগ দেন। ডেপুটেশনের আগে তারা মিছিল করে সমগ্র পুয়াবাগান পরিক্রমা করে এবং কেন্দ্রের বিজেপি ও রাজ্যের তৃণমূল সরকারের নীতিগুলির বিরুদ্ধে তাদের সমস্ত ক্ষোভ উগরে দেন।
মোহন ধবল, বিনোদ বাস্কে, হান্নান মোল্লা, রাজু চৌধুরী, সুজয় পাল, হাবিল খান ও দুলাল নন্দীর নেতৃত্বে এক প্রতিনিধি দল বিডিও’র সাথে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দীর্ঘক্ষণ দাবিদাওয়াগুলি নিয়ে আলোচনা করেন এবং তাঁর সাধ্যের মধ্যে থাকা কাজগুলি সহানুভূতির সাথে বিবেচনা করবেন বলে আশ্বাস দেন। ডেপুটেশন চলাকালীন বিডিও অফিস চত্বরে প্রবীণ নেতা দুঃখভঞ্জন মন্ডলের পৌরহিত্যে পরিচালিত হয় বিক্ষোভ সভা। এই সভায় দাবিগুলির সমর্থনে এবং কেন্দ্রের বিজেপি ও রাজ্যের তৃণমূল সরকার দেশ ও রাজ্যেকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে তা তুলে ধরে বক্তব্য রাখেন প্রতীপ মুখার্জি, উজ্জ্বল সরকার, গণেশ দে, তপন চক্রবর্তী ও বিনোদ বাস্কে।