
আমাদের ভারত, হাওড়া, ২৮ ফেব্রুয়ারি: গত বছর গণ উপনয়ন অনুষ্ঠানে উপস্থিত থেকে কথা দিয়েছিলেন এই বছর গণ উপনয়নের সমস্ত দায়িত্ব তিনি নিজে নেবেন, আর সেইমত শুক্রবার উদয়নারায়নপুরের সোনাতলায় গণ উপনয়ন অনুষ্ঠানে নিজে দাঁড়িয়ে থেকে ৫০ জনের গণ উপনয়ন দিলেন উদয়নারায়নপুরের বিধায়ক সমীর পাঁজা। এদিন অবশ্য বিধায়কের সঙ্গে কোমর বেঁধে মাঠে নেমেছিলেন উদয়নারায়নপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুলেখা পাঁজা।
শুক্রবার সকাল থেকেই সোনাতলা এলাকায় সাজো সাজো রব। নির্দিষ্ট সময় মেনে গণ উপনয়ন শুরু হল আর সকাল থেকেই বিধায়ক নিজে দাঁড়িয়ে থেকে উপনয়নের সমস্ত দায়িত্ব পালন করলেন। অবশ্য শুধু উপনয়ন নয় পাশাপাশি অনুষ্ঠানে আসা প্রায় ৫০০ জন অতিথির জন্য খাবারের আয়োজন করেছিলেন বিধায়ক।
এদিকে বিধায়কের এই উদ্যোগে খুশি সাধারণ মানুষ। তাদের মতে একজন বিধায়ক তার ব্যাস্ততম সময়ের মধ্যে যেভাবে নিজে দাঁড়িয়ে থেকে উপনয়নের কাজ তদারকি করলেন সেটা এককথায় অভূতপূর্ব।
বিধায়ক সমীর পাঁজা জানান, একজন জনপ্রতিনিধি হিসেবে এটা আমার দায়িত্ব ছিল আর আমি আমার দায়িত্ব পালন করলাম।