গভীর রাতে ব্যাপক বোমাবাজি, বাড়িঘর ভাঙ্গচুর, উত্তেজনা শান্তিপুরে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৭ জুন:
আবারো গোষ্ঠী কোন্দল শাসকদলের। গভীর রাতে ব্যাপক বোমাবাজি। চলল বাড়িঘর ভাঙ্গচুর। ব্যাপক উত্তেজনা এলাকায়। নদীয়া শান্তিপুর থানা এলাকার ফুলিয়ার ঘটনা।

সূত্রের খবর, আমফান ঝড়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাদের নতুন করে ঘর তৈরীর জন্য টাকা দেওয়ার কথা ঘোষণা করে সরকার। অভিযোগ, সেই টাকা সাধারণ মানুষকে না দিয়ে শাসকদলের প্রধান এবং পঞ্চায়েত সদস্যরা আত্মসাৎ করেছে যা নিয়ে বেশ কয়েকদিন ধরে তৃণমূলের অন্দরেই চাপা উত্তেজনা চলছিল। গতকাল গভীর রাতে, নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়ার তৃণমূল যুবনেতা শুভঙ্কর মুখার্জির নেতৃত্বে বেশ কয়েকজন যুবক হাতে আগ্নেয়াস্ত্র এবং বোম নিয়ে এলাকায় ঘুরে বেড়ায় বলে অভিযোগ। তারা তৃণমূলের অপর এক গোষ্ঠী পঞ্চায়েত প্রধান উৎপল বসাকের ঘনিষ্ঠদের মারধর করে। এরপর উৎপল বসাকের ঘনিষ্ঠরাও পাল্টা হামলা চালায় বলে অভিযোগ। কয়েকজনের ঘর ভাঙ্গচুর করে। সেই সঙ্গে একটি টোটো এবং অ্যাম্বুলেন্সেও ভাঙ্গচুর করা হয়। গভীর রাতে চলে এলাকায় বোমাবাজি। দুষ্কৃতীদের প্রত্যেকের হাতেই আগ্নেয়াস্ত্র ছিল বলে জানাগেছে।

যদিও ঘটনার কথা উভয় গোষ্ঠীই অস্বীকার করেছে। উভয় পক্ষই অপর গোষ্ঠীর দিকেই অভিযোগের আঙুল তুলেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। পুলিশ এলে দুষ্কৃতীরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। যদিও এলাকাজুড়ে এখনো ব্যাপক উত্তেজনা রয়েছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here