বড়সড় ডাকাতি বানচাল, গভীর রাতে বাগদা থেকে গ্রেফতার ৩ দুষ্কৃতী

সুশান্ত ঘোষ, বাগদা, ১১ জানুয়ারি: বড়সড় ডাকাতির চেষ্টা বানচাল করল পুলিশ। গ্রেফতার করা হল তিন দুষ্কৃতীকে। রবিবার গভীর রাতে উওর ২৪ পরগনা বাগদা থানার কুমারখোলা শ্মশানঘাট চত্বর থেকে গ্রেফতার করা হয় তাদের। উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র সহ ভোজলি, চপার, ছুরি, তালা ভাঙ্গার রড সহ আরও সামগ্রী। ধৃতরা ডাকাতির কাজে এগুলি ব্যবহার করত বলে অনুমান পুলিশের। ধৃতদের নাম ধীমান বিশ্বাস, তুষার বিশ্বাস, কৃষ্ণ রায়। ধৃতরা বাগদা থানার বালিদাপুকুর এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর আসে বেশ কিছু যুবক কুমারখোলা শ্মশানঘাট চত্বরের কাছে একটি অন্ধকার জায়গায় জড়ো হয়েছে। তাদের হাতে ধারালো অস্ত্র রয়েছে। ওই খবরের ভিত্তিতে বাগদা থানার ওসি চিন্তামণি নস্করের নেতৃত্বে একটি পুলিশেরে দল সেখানে যায়। তাদের সংখ্যা ছিল ১০-১২ জন। তাদের প্রত্যেকের হাতেই ছিল ধারাল অস্ত্র। এর পরই পুলিশ তাদের ঘিরে ফেলে। যদিও সুযোগ বুঝে তাদের মধ্যে কয়েক জন পালিয়ে যায়। পুলিশ গ্রেফতার করে তিন জনকে। বাজেয়াপ্ত করা হয় অস্ত্রশস্ত্র। ধৃতদের আজ বনগাঁ আদালতে তোলা হয়।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here