
আমাদের ভারত, ৭ জুন :যত দিন যাচ্ছে ততই বাড়ছে করোনার প্রকোপ। আক্রান্তের সংখ্যার নিরিখে ইতালি স্পেন কে পিছনে ফেলে ভারত বিশ্বের পঞ্চম স্থানে উঠে এসেছে। লকডাউন শেষ হয়ে আনলক ওয়ান শুরু হতেই দেশের বহু রাজ্যেই ব্যাপক হারে বেড়েছে ভাইরাসের সংক্রমণ। কিন্তু এরই মাঝে মিলল স্বস্তির খবর। ম্যাথমেটিক্যাল মডেলে হওয়া গবেষণার থেকে পাওয়া তথ্য বলছে, চলতি বছরের সেপ্টেম্বরেই করোনা থেকে একেবারে মুক্তি পেতে চলেছে ভারত।
ম্যাথমেটিক্যাল মডেলে হওয়া এই গবেষণায় যুক্ত ছিলেন ডক্টর অনিল কুমার ডেপুটি ডিরেক্টর জেনারেল (পাবলিক হেলথ) এবং রূপালী রায় ডেপুটি অ্যাসিস্টেন্ট ডিরেক্টর (লেপ্রসি) ডিজিএইচ এস ইন হেল্থ মিনিস্ট্রি।
অনলাইন জার্নাল এপিডিমিওলজি ইন্টারন্যাশনালে তাদের গবেষনা পত্রটি প্রকাশিত হয়েছে।
ওয়ার্ল্ডো মিটার ইনফো থেকে পাওয়া গোটা বিশ্বের সংখ্যা নিয়েই এই গবেষণা পত্র তৈরি হয়েছে। গবেষণা থেকে পাওয়া তথ্য অনুযায়ী যখন আক্রান্তের সংখ্যা, সুস্থ হয়ে ওঠার রোগীর সংখ্যা এবং মৃত্যুর সংখ্যার অনুপাত একই রেখায় থাকবে তখন ধীরে ধীরে করোনাভাইরাস নতুন করে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যাবে।
আর এই মুহূর্তে দেশের আক্রান্তের সংখ্যাও মৃত্যুর সংখ্যা এবং সুস্থ হয়ে যাওয়ার সংখ্যার দিকে নজর রাখলে সেই পরিস্থিতি মোটামুটি সেপ্টেম্বরের মাঝামাঝি সময় তৈরি হবার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন গবেষকরা।
দেশজুড়ে করোনা সংক্রমনের সংখ্যা উত্তরোত্তর বাড়ছে। কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না। আনলক ওয়ানে একটু একটু করে ছন্দে ফেরা শুরু করেছে দেশের একাধিক অংশ। আর তারই মধ্যে আক্রান্তের সংখ্যা রেকর্ড করছে প্রতিদিন। গত একদিনে ৯ হাজার ৯৭১ জন করোনা আক্রন্ত হয়েছেন দেশে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৮৭ জনেল। দেশে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছে গেছে ২লক্ষ ৪৬ হাজার ৬২৮-এ। এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ২০ হাজার ৪০৬জন। সুস্থ হয়েছেন ১ লক্ষ ১৯ হাজার ২৯৩জন। মোট ৬হাজার ৯২৯ জনের মৃত্যু হয়েছে।
দেশের চারটি মেট্রো সিটি দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাইতেই করোনা সংক্রমনের হার সবচেয়ে বেশি। দেশের অর্ধেক সংক্রমণ সংখ্যা এই চার মেট্রো শহরেই রয়েছে। মৃত্যুর নিরিখেও এই চার মেট্রো শহর এগিয়ে।
এছাড়াও আমেদাবাদ, ইন্দোর, পুনেতেও ব্যাপক সংক্রমণ ছড়িয়েছে। এখানকার আক্রান্তের সংখ্যা ঐ চার মেট্রো শহরের সাথে যোগ করলে দেশের করোনা আক্রান্তের সংখ্যার ৬০% উঠে আসে। একইসঙ্গে দেশের ৮০% করোনায় মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এই সাত শহর থেকেই।