“ঋষি-মুনিদের যজ্ঞের মতো অসুরেরা গঙ্গা আরতিতে বাধা দেয়, পশ্চিমবঙ্গ অসুর মুক্ত হোক,” দুর্গাপুরে ভিড়িঙ্গী কালীমন্দিরে পুজো দিয়ে বললেন সুকান্ত মজুমদার

আমাদের ভারত, ২১ জানুয়ারি: বাংলাকে অসুর মুক্ত করতে হবে। শনিবার সকালে দুর্গাপুরে বেনাচিতির ভিড়িঙ্গী কালী মন্দিরে পুজো দিয়ে মায়ের কাছে সেই প্রার্থানাই করেছেন বলে জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পশ্চিম বর্ধমানের এই শিল্প শহরেই বঙ্গ বিজেপির দুদিনের কার্যকরণী বৈঠক চলছে। আজ তার দ্বিতীয় দিন। আজকের বৈঠক শুরু হবার আগে বঙ্গ বিজেপির একাধিক নেতা শহরের বিভিন্ন মন্দিরে গিয়ে পুজো দেন।

শনিবার সকালে দুর্গাপুর হাউস থেকে বাইক র‌্যালি করে সুকান্ত মজুমদার যান বেনাচিতির ভিড়িঙ্গী কালী মন্দিরে। সেখানে পুজো দেন, বেরিয়ে এসে সুকান্ত মজুমদার বলেন, মা কালী অন্যায়ের বিনাশ করেন, দুষ্টের দমন করেন। অসুরদের মুন্ডমালা পরেন। আমরা দেখেছি গঙ্গা আরতি করতে গেলে অসুররা এখন বাধা দিচ্ছে। ঠিক আগে যেমন শুনতাম ঋষি মুনিরা যজ্ঞ করতে গেলে রাক্ষসরা এসে তাতে বাধা দিতেন। এমন অনেক অসুরকে ভগবান শ্রীরাম বধ করেছিল। তাই মায়ের কাছে প্রার্থনা করলাম পশ্চিমবঙ্গ যেনো অসুর মুক্ত হয়।

অন্যদিকে বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ পুজো দেন দুর্গাপুরের আড়া মোড়ের শিব মন্দিরে। বহু প্রাচীন এই শিব মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতিও তৃণমূল কংগ্রেসের সমালোচনায় সরব হন। তাঁর মন্তব্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাত অনেক লম্বা। আদালতের হাতও কম লম্বা নয়। সঠিক সময় সব ব্যবস্থা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *