পুরুলিয়ার রঘুনাথপুরে গৃহস্থের বাড়ি থেকে ময়াল উদ্ধার

সাথী দাস, পুরুলিয়া, ২৫ নভেম্বর: রঘুনাথপুর থানার গোবরান্দা গ্রামের গৃহস্থের খামার থেকে এক ময়াল উদ্ধার করল বনদফতর। জানা গিয়েছে, প্রায় বারো ফুট লম্বা ও ১৫ কেজি ওজন ওই ময়ালটির।

মঙ্গলবার রাতে ওই গৃহস্থের খামারে ওই বিশালাকার ময়ালটিকে দেখতে পেয়ে আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ওই বাড়িতে ছুটে যান প্রতিবেশীরা। তাঁরাই বন দফতরের রঘুনাথপুর বনাঞ্চল অফিসে খবর দেন। বনাঞ্চল আধিকারিক বিবেক কুমার ওঝার নেতৃত্বে বনকর্মীরা দীর্ঘক্ষণের চেষ্টায় গভীর রাতে ময়ালটিকে উদ্ধার করেন। দফতরে পর্যবেক্ষণে রাখার পর বুধবার সাপটিকে গড় পঞ্চকোট পাহাড়ের জঙ্গলে ছেড়ে দেন বনকর্মীরা।

বনাঞ্চল আধিকারিক বিবেক কুমার ওঝা বলেন, “সম্ভবত খাবারের সন্ধানেই সাপটি লোকালয়ে চলে এসেছিল। সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার হয়।”

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here