ডোমজুরে ৫ বছরের শিশুকে খুনের ঘটনায় গ্রেফতার অভিযুক্ত মহ সেলিম

আমাদের ভারত, হাওড়া, ৩ মার্চ: মাত্র দু’হাজার পাওনা টাকা না পেয়ে মালিকের শিশু পুত্রকে গলার নলি কেটে খুনের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। বর্ধমান স্টেশন থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম মহম্মদ সেলিম।

জানাগেছে, গোপন সুত্রে খবর পেয়ে পুলিশ তাকে বর্ধমান স্টেশন থেকে গ্রেফতার করে। মঙ্গলবার তাকে ট্রানজিট রিমান্ড নিয়ে হাওড়া আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য মঙ্গলবার বিকেলে প্রাক্তন মালিকের কাছে বকেয়া দু’হাজার টাকা না পেয়ে তাঁর ছেলে মহম্মদ ইমরান (৫)কে গলায় ছুরি মেরে খুন করে মহম্মদ সেলিম। এরপর থেকে সে সেলিম পলাতক ছিল। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছিল হাওড়ার ডোমজুড় থানার বাঁকড়া বাজারের সেভেন ব্রাদার্স ক্লাব এলাকায়। ওই এলাকার চুড়িব্যবসায়ী ইস্তে খানের কাছে কাজ করতো সেলিম ।মজুরি বাবদ সে আট হাজার টাকা পেত। ছয় হাজার টাকা দিলেও বাকী দু’হাজার টাকা সে চাইতে আসে সোমবার সকালে। টাকা দিতে অস্বীকার করলে সে ইস্তেখানকে বুঝিয়ে দেবে বলে হুমকি দিয়ে চলে যায়। তার কিছুক্ষণ পর আবাসনের চারতলা থেকে ইস্তেখানের স্ত্রী নাসরিনা শিশু পুত্রকে রক্তাক্ত অবস্থায় নামতে দেখেন। শিশুটি লুটিয়ে পড়ে মায়ের কোলে। গলায় ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয়েছিল। রক্তাক্ত শিশুকে ডোমজুড় হাসপাতালে নিয়ে গেলে সেখানে শিশুটিকে মৃত ঘোষনা করেন চিকিৎসকরা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here