আশার আলো! করোনাকে কাবু করার ওষুধ তৈরি, দাবি থাইল্যান্ডের

আমাদের ভারত,৩ ফেব্রুয়ারি:জ্বরের অ্যান্টিভাইরাস আর এইচআইভি প্রতিষেধক নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে তৈরি হয়েছে এক নতুন ওষুধ। আর তাতেই কাবু হচ্ছে করোনা এমনটাই দাবি করেছে থাইল্যান্ডের এক চিকিৎসক। এই অ্যান্টিভাইরাস দেওয়ার ৪৮ঘন্টার মধ্যে এক রোগী সুস্থ হয়ে উঠেছেন বলে দাবি করেছেন থাইল্যান্ডের ওই চিকিৎসক। তবে এই বিষয়টি এখনও গবেষণার পর্যায়ে রয়েছে বলেই তিনি জানিয়েছেন।

গবেষণার পর্যায়ে থাকায় বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের ওপর এই ওষুধ প্রয়োগ করার ছাড়পত্র এখনো পাওয়া যায়নি।থাইল্যান্ডের এক চিকিৎসক কিয়েংসাক আত্তিপর্ন ওয়ানিচ দাবি করেছেন এক ৭১ বছর বয়সী করোনা আক্রান্ত রোগীর ওপর এই অ্যান্টিভাইরাস প্রয়োগ করা হয়েছিল। তার ওপর হাসপাতালের চিকিৎসকরা তার ওপর নজর রেখেছিলেন। এইচআইভি এবং জ্বরের অ্যান্টিভাইরাস মিশ্রিত এই অ্যান্টিভাইরাস প্রয়োগ করার ৪৮ ঘণ্টা পর থেকে শারীরিক অবস্থার উন্নতি হতে শুরু করে তার। ৪৮ ঘন্টা আগে তার শরীরে করোনা ভাইরাস পরীক্ষায় পজিটিভ রেজাল্ট দেখিয়েছিল। কিন্তু ৪৮ ঘন্টা পরে সেই রিপোর্ট নেগেটিভ হয়ে যায়। এমনকি যে রোগী একেবারে শয্যাশায়ী হয়ে গিয়েছিল তাকে বিছানায় উঠে বসতেও দেখা যায়। আগের থেকে অনেকটা সুস্থ বোধ করছেন তিনি। চিকিৎসক জানিয়েছেন গবেষণায় এই ওষুধ সঠিক প্রমাণিত হলেই তা প্রকাশ করা হবে।

এদিকে করোনা সংক্রমণে চীনের মৃত্যু মিছিল অব্যাহত। কমপক্ষে ৩৬০ জন মানুষের মৃত্যু হয়েছে করোনার আক্রমণে। চীন ছাড়াও আরো ২৪ দেশে ছড়িয়েছে এই ভাইরাস। তারমধ্যে এই প্রথম থাইল্যান্ড থেকে এর প্রতিষেধক আবিষ্কারের দাবি উঠল।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here