জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৯ জানুয়ারি: আগামী ৩০ জানুয়ারি থেকে মেদিনীপুর কলেজের ১৫০ বছর উদযাপনের যে অনুষ্ঠান হওয়ার কথা ছিল, তা আপাততো স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
বুধবার কলেজের অধ্যক্ষ ডাঃ গোপাল চন্দ্র বেরা সাংবাদিকদের জানান, “মেদনীপুর কলেজ (অটোনমাস)-এর সাত দিন ব্যাপী দেড়শ বছর পূর্তি উৎসব শুরু হওয়ার কথা ছিল আগামী ৩০ জানুয়ারি (২০২২) থেকে। কিন্তু, অতিমারির কারণে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত সরকারি বিধিনিষেধ মাথায় রেখে তা এই মুহূর্তে করা সম্ভব হচ্ছে না। ৩০ জানুয়ারি কলেজের পতাকা উত্তোলন সহ সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করে আগামী মার্চ মাসে পূর্ব পরিকল্পিত পূর্ণাঙ্গ অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”