
জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৪ অক্টোবর: ডেঙ্গু সচেতনতা প্রচারে সাইকেল র্যালি অনুষ্ঠিত হল মেদিনীপুর পুরসভার উদ্যোগে। সাইকেল নিয়ে পথে নামলেন এসডিও, ডিএসপি সহ পুরসভার আধিকারিকগণ সহ অন্যান্যরা। শনিবার সকালে মেদিনীপুর পুরসভার উদ্যোগে একটি ডেঙ্গু সচেতনতা বিষয়ক সাইকেল র্যালি মেদিনীপুর কলেজ গেট থেকে শুরু হয়ে পঞ্চুর চক, গান্ধী মোড়, এলআইসি মোড়, কেরানীটোলা, বটতলা চক, গোলকুঁয়ার চক পরিক্রমা করে পুনরায় মেদিনীপুর কলেজ গেটে এসে শেষ হয়। গোটা রাস্তা সাইকেল চালিয়ে এই র্যালিতে অংশ নেন পৌরসভার পৌর প্রশাসক তথা সদর মহকুমা শাসক দীননারায়ণ ঘোষ, ডিএসপি এডমিনিস্ট্রেশন সব্যসাচী সেনগুপ্ত, পুরসভার নির্বাহী আধিকারিক মদনমোহন দে, অর্থ আধিকারিক কৌশিক রাণা, বোর্ড অফ এডমিনিস্ট্রেশনের সদস্য নির্মাল্য চক্রবর্তী, পুরসভার কর্মচারী শৈবাল গিরি, দেবজিৎ সাঁতরা প্রমুখ।
র্যালিতে পুরসভার বিভিন্ন কর্মচারী, স্বসহায়ক দলের প্রতিনিধি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা যোগ দেন। সব মিলিয়ে শতাধিক সাইকেল আরোহী এই র্যালিতে যোগ দেন। অংশ নিয়েছিলেন মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি, জঙ্গলমহল উদ্যোগ, সমব্যথী, দুঃস্থের ছায়া, দিশারী ফাউন্ডেশন, মেদিনীপুর ছাত্রসমাজ, সূর্যাস্তের হাট, সংকল্প ফাউন্ডেশন, মেদিনীপুর ফটোগ্রাফারস্ অ্যাসোসিয়েশন, নীলাম্বর ফাউন্ডেশন সহ অন্যান্য সংগঠনের প্রতিনিধিরা।
উপস্থিত ছিলেন মণিকাঞ্চন রায়, সুদীপ কুমার খাঁড়া, সুব্রত মহাপাত্র, সুশান্ত ঘোষ, নরসিংহ দাস, ওয়াসিম আহমেদ, সেক ইসমাইল, অভ্রজ্যোতি নাগ, ফাকরুদ্দিন মল্লিক, পিন্টু সাউ, গৌতম দেব, অঞ্জন ঘোষ, রাজেশ পাত্র, পীযূষ রানা সহ অন্যান্য সমাজসেবী ও সমাজকর্মীরা।