জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৫ জুন: মেদিনীপুর শহরের রাঙামাটি এলাকায় পথ চলা শুরু করল বিশিষ্ট বাচিক শিল্পী জয়া মুখার্জির উদ্যোগে গঠিত আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্র ”আবৃত্তি অঙ্গন”।
উদ্বোধন করেন মেদিনীপুরের বর্ষীয়ান বাচিক শিল্পী দম্পতি অমিয় পাল ও মালবিকা পাল। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন শিল্পী পার্থ পান্ডা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নয়ন পত্রিকার সম্পাদক বিদ্যুৎ পাল, বাচিক শিল্পী সুতনুকা মিত্র মাইতি, রত্না দে, নরোত্তম দে,ইন্দ্রানী দাশগুপ্ত, অংশুমান দাসগুপ্ত সহ অন্যান্য শিল্পী ও সমাজকর্মীরা।
এই আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রে এই প্রজন্মের আগ্রহীদের আবৃত্তি করার নানান দিক গুলি শেখানো হবে বলে উদ্যোক্তা শিক্ষিকা জয়া মুখার্জি জানিয়েছেন।