নবদ্বীপের চোটির মাঠে জেপি নাড্ডার জনসভা, মেলেনি রথ যাত্রার অনুমতি

আমাদের ভারত, নদিয়া, ৬ ফেব্রুয়ারি: বিধানসভা নির্বাচনের আগে দুদিনের রাজ্য সফরে এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজ্যে ঘনঘন আসছেন জেপি নাড্ডা। সামনেই বিধানসভা নির্বাচন তার আগে এই রথযাত্রা। রাজ্যের তিনটি জায়গা থেকে পাঁচটি রথ বেরবার কথা। তারই শুভসূচনা করতে নাড্ডা এসছেন সুদূর দিল্লি থেকে। ৮ তারিখ কাকদ্বীপ, ৯ তারিখ ঝাড়গ্রাম থেকে রথযাত্রা শুরু হওয়ার কথা। যদিও নবদ্বীপের চোটির মাঠে বিজেপির সর্বভারতীয় নেতার জনসভার অনুমতি মিললেও রথ যাত্রার অনুমতি মেলেনি প্রশাসন থেকে। একটি বাসকে রথ সাজিয়ে বের করা হয়েছে। বিজেপির রথ যাত্রার বিরুদ্ধে হাইকোর্টে মামলা করা হয়েছে। যার ফলে স্বভাবতই নদীয়া জেলা প্রশাসন রথ যাত্রার অনুমতি দেয়নি।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here