জেলা পরিষদের কৃষি দপ্তরের স্থায়ী সমিতির বর্ধিত বৈঠক

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি:
পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কৃষি দপ্তরের স্থায়ী সমিতির আজ বর্ধিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদের প্রদ্যুত স্মৃতি সদন সভা মঞ্চে এই বর্ধিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সভাতে জেলার কৃষি দপ্তরের আধিকারিকরা, জেলা পরিষদ স্তরের সমস্ত নির্বাচিত জনপ্রতিনিধি, জেলা পরিষদের ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সভাপতি এবং অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠক সমাপ্তির পর জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রমাপ্রসাদ গিরি জানান, নতুন কোনো পরিকল্পনা গ্রহণ করা হয়নি। তবে জেলাতে যেসব পরিকল্পনাগুলো চালু আছে সেগুলিকে আরো সচল করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কোনও প্রতিনিধির কোনও অভাব অভিযোগ থাকলে সেগুলি বিবেচনার জন্য জানা হয়েছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here