
আমাদের ভারত, বারাসাত, ৩ মার্চ: পোলবায় মর্মান্তিক পুলকার দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে আগাম সতর্ক হল উত্তর চব্বিশ পরগণা জেলা পুলিশ প্রশাসন। মঙ্গলবার উত্তর ২৪ পরগণার বারাসাত ময়নায় পুলিশ সুপারের দফতরে বৈঠকে বিভিন্ন স্কুল, ও আঞ্চলিক পরিবহণ আধিকারিকরা এই উপস্থিত ছিলেন। এদিন বারাসাত -মধ্যমগ্রাম পুলকার অপারেটর এস্যোসিয়েশনের সদস্য ও বেশ কিছু বিদ্যালয়ের প্রতিনিধি ও আঞ্চলিক পরিবহন দফতরের আধিকারিকদের সঙ্গে নিয়ে বারাসাত পুলিশ সুপারের দফতরে পুলকার সংক্রান্ত যাবতীয় সেফটি ও সিকিউরিটি সংক্রান্ত বৈঠক করেন বারাসাত জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।
অবৈধ ও অনিয়ন্ত্রিত পুলকার নিয়ে এই বৈঠকে আলোচনা হয়। পুলকার সদস্যদের পুলকার সংক্রান্ত বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়। আগামী দিনে পুলকার চালকদের সচেতন করতে বেশ কিছু নির্দেশ যথা, গতিবেগ মাপার যন্ত্র, বাধ্যতামূলক সিট বেল্ট, বড় গাড়ির ক্ষেত্রে সিসিটিভি অন্যান্য জরুরি কিট, মোবাইল ফোনের নিষেধ ইত্যাদির ব্যাবস্থার কথা বলেন জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে নজরদারির জন্য বিশেষ পর্যবেক্ষণ করা হবে বলে জানান পুলিশ সুপার। শিশুদের বিষয়ে কোনও প্রকার গাফিলতি হলে আইন অনুযায়ী ব্যাবস্থার কথা জানান পুলিশ সুপার।