ফের পার্থ চ্যাটার্জির সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করলেন বৈশাখী ব্যানার্জি

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১৫ নভেম্বর:
ফের বৈশাখী ব্যানার্জির সঙ্গে বৈঠক করলেন পার্থ চ্যাটার্জি। শুক্রবার তিনি বিজেপি নেত্রী বৈশাখি ব্যানার্জির সঙ্গে সল্টলেকে তার দফতরে বৈঠক করেন। যদিও বৈঠক নিয়ে প্রকাশ্যে সংবাদ মাধ্যমের সামনে কোনও কথা বলতে রাজি হননি শোভন চ্যাটার্জির বান্ধবী বৈষাখী ব্যানার্জি।

তবে বৈঠক নিয়ে মুখ খুলেছেন তৃণমূল মহাসচিব। তিনি বলেন, আমার সঙ্গে তার কলেজ নিয়ে বৈঠক হয়েছে। বৈশাখী ব্যানার্জির কলেজে কিছু সমস্যা রয়েছে। তার সমাধানে আমার সঙ্গে অধ্যাপিকা কথা বলেছেন। এই বৈঠকের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। তবে পার্থ চ্যাটার্জি মুখে যাই বলুক না কেন রাজনৈতিক মহলে দুজনের বৈঠক নিয়ে শুরু হয়েছে চর্চা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here