
পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩১ জানুয়ারি: পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে এলেন একাধিক কেন্দ্রীয় দল। বিভিন্ন জায়গায় কাজকর্ম খতিয়ে দেখার পাশাপাশি জেলাশাসক আয়েশা রানীর সঙ্গেও বৈঠক করেন কেন্দ্রীয় দলের সদস্যরা।
মঙ্গলবার ডেবরার ধামতোর বিলেশ্বর প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন কেন্দ্রীয় দলের সদস্যরা। পশ্চিম মেদিনীপুর জেলার আরও একাধিক জায়গায় কাজকর্ম খতিয়ে দেখেন কেন্দ্রীয় প্রতিনিধিদের আরও কয়েকটি দল। গ্রাম পঞ্চায়েতের কাজ খতিয়ে দেখতে জেলাশাসকের দপ্তরে আসে একটি প্রতিনিধি দল। জেলাশাসকের সঙ্গে বৈঠকও করেন তাঁরা।