আগামী ১০ মার্চের ধর্মঘটের সমর্থনে মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল শিক্ষাকর্মী ইউনিয়নের সদস্যদের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩ মার্চ: বকেয়া ডিএ সহ শূন্যপদে স্বচ্ছ নিয়োগের দাবিতে আগামী ১০ মার্চ রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে ধর্মঘটের ডাক দিয়েছে শিক্ষাকর্মী সংগঠনগুলি। সেই দাবিতেই এইদিন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল শিক্ষাকর্মী ইউনিয়নের।

সারা রাজ্যজুড়ে বকেয়া মহার্ঘ্য ভাতা সহ একাধিক দাবিতে পথে নেমেছে সরকারি কর্মচারীদের একাধিক সংগঠন। হয়েছে কর্মবিরতি পালন। এবার শূন্যপদে অবিলম্বে স্বচ্ছ নিয়োগ, বকেয়া মহার্ঘ্য ভাতা সহ একাধিক দাবিতে রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে আগামী ১০ মার্চ ধর্মঘটের ডাক দিয়েছে শিক্ষাকর্মী সংগঠনগুলি। সেই ধর্মঘটকে সমর্থন জানিয়ে শুক্রবার মেদিনীপুরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় শিক্ষাকর্মী ইউনিয়নের সদস্যরা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here