আইনজীবীরা আর্থিক সাহায্য না পাওয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের সদস্যরা

রাজেন রায়, কলকাতা, ৩০ মে: লকডাউনে সমস্ত কিছুর মত হাইকোর্ট-সহ সমস্ত নিম্ন আদালতও দু’মাসের ওপর বন্ধ। ফলে অন্যান্য পেশার মতই রোজগারহীন হয়েছেন বহু আইনজীবীও। জানা গিয়েছে, তাদের কথা চিন্তা করে লকডাউন চলাকালীন কিছু সাময়িক অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেয় পশ্চিমবঙ্গ বার কাউন্সিল। কিন্তু ১৭ এপ্রিল বার কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়ার পরেও শুধুমাত্র চেয়ারম্যানের অসহযোগিতায় একজন আইনজীবীকেও সাহায্য করা সম্ভব হয়নি। শনিবার সাংবাদিক বৈঠক এমনই অভিযোগ করলেন খোদ বার কাউন্সিলের সদস্যরাই। এই নিয়ে তারা মুখ্যমন্ত্রীর পাশাপাশি চিঠি পাঠাচ্ছেন রাজ্যপালকেও।

নিজেদের এই অভিযোগপত্রের মাধ্যমে তারা জানিয়েছেন, লকডাউনে রোজগারহীন আইনজীবীদের কথা চিন্তা করে ১৭ এপ্রিল বৈঠকে প্রত্যেক আইনজীবীকে ন্যূনতম ৩০০০ টাকা করে সাহায্য করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর জন্য একটি নির্দিষ্ট ই-মেলে সকলকে ব্যাঙ্ক ডিটেলস সহ আবেদন করতে বলা হয়। ২৭ এপ্রিল পর্যন্ত দেখা যায়, সেখানে সারা রাজ্য থেকে ১৯৩০০ জন আইনজীবী আবেদন করেছেন।

বার কাউন্সিলের অন্যতম সদস্য তথা আন্দোলনকারী আইনজীবীদের একজন সমীর পাল বলেন, ‘আমাদের সাহায্য করার মত পর্যাপ্ত অর্থও ছিল। শুধু ব্যাঙ্ক ডিটেলসগুলি চেক করে পাঠালেই হয়ে যেতো। নিয়মানুযায়ী আরেক বার বৈঠকে বসে এতে সম্মতি দরকার ছিল চেয়ারম্যানের।’

‘কিন্তু দুঃখের বিষয়, আমরা গত একমাস ধরে আমারা চেষ্টা করেও চেয়ারম্যান অশোক দেব-র সঙ্গে আর কোনওভাবেই যোগাযোগ করতে পারিনি। আর সেই কারণে আমরা কাউকে সাহায্যও করতে পারছি না। গত ৭০ দিন ধরে এতজন আইনজীবী ও তার পরিবারের লোকজন কষ্টে রয়েছেন। চেয়ারম্যান কেন অসহযোগিতা করছেন, আমরা জানি না। এতে আমাদের নির্বাচিত সকল বার কাউন্সিল সদস্যমণ্ডলীর সিদ্ধান্তেরও অপমান করা হচ্ছে। তাই অবিলম্বে আমরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করছি।’ সেই কারণেই মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালকে চিঠি পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *