পুরুলিয়ার সাহেব বাঁধে মাছের মড়ক ঠেকাতে ও দূষণমুক্ত করতে স্মারকলিপি ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির

সাথী প্রামাণিক, আমাদের ভারত, পুরুলিয়া, ৩০মে:
পুরুলিয়া শহরের সাহেব বাঁধে মাছের মড়কের তদন্ত ও বিহিত চেয়ে জেলাশাসককে স্মারকলিপি দিল ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির পুরুলিয়া জেলা শাখা।

চলতি মাসে দু দুবার জাতীয় সরোবরের তকমা পাওয়া  সাহেব বাঁধে প্রচুর মাছ মরে জলে ভাসতে দেখা যায়। অজানা কারণে প্রচুর মাছ মারা যায়। এই ঘটনার দ্রুত তদন্ত এবং প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাল ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি। মাছের এই মৃত্যর কারণ না জানা পর্যন্ত এই জল পানীয় জল হিসাবে সরবরাহ না করার জন্য দাবি জানান তাঁরা।

ড্রেনের জল ওই জলাশয়ে প্রবেশ না করা, যথাযথ ভাবে সরােবর রক্ষণাবেক্ষণ, ওই জেলা শহরের জল নিয়মিত পরীক্ষা করা, পরিযায়ী পাখিদের বসবাসের উপযুক্ত পরিবেশ বজায় রাখা সহ নানান দাবি তোলা হয় ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি পুরুলিয়া জেলা শাখার পক্ষ থেকে। সংস্থার সভাপতি প্রহ্লাদ মাহাত জানান, ‘নানান দূষণের কারণে মাছের এই মৃত্যু। কিন্তু কি সেই দূষণ তা আমাদের জানা জরুরি। কারণ এর সাথে মানুষের জীবন যুক্ত রয়েছে। তাই আমরা এই স্মারকলিপির মাধ্যমে দাবি জানিয়েছি।’

পুরুলিয়া পুরসভা এই সরোবরের দেখভালের দায়িত্বে রয়েছে। আপতকালীন পরিস্থিতিতে এই সরোবরের জল পরিশ্রুত হয়ে পুরুলিয়া পুর এলাকায় সরবরাহ হয়ে থাকে। সেই কথা ভেবেই দ্রুত এই নিবারণ শায়েরের জল দূষণ মুক্ত করার দাবি তুলছে পুরুলিয়া শহরবাসি।
    
এই ধরনের ঘটনার কারণ খোঁজার সঙ্গে সঙ্গে সাহেব বাঁধকে দূষণ মুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয় পুরুলিয়া পুরসভার পক্ষ থেকে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here