একাধিক দাবি নিয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে রেভোল্যুশনারি ইউথ ফ্রন্টের স্মারকলিপি

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২ মে: মহামারী করোনার দাপটে জনজীবন আতঙ্কিত। এই পরিস্থিতিতে একমাত্ৰ সম্বল সুষ্ঠ সবল স্বাস্থ্য পরিষেবা। স্বাস্থ্য পরিষেবার সার্বিক উন্নতি হলেই করোনার হাত থেকে রেহাই। সেরকমই চিন্তা ধারা মাথায় নিয়ে ও বেশকিছু দাবি নিয়ে নদিয়া জেলার রেভোল্যুশনারি ইউথ ফ্রন্টের কার্যকর্তারা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে এক স্মারকলিপি জমা দিলেন। তারা মনে করেন এই সময় মানুষের সবার আগে প্রয়োজন স্বাস্থ্য পরিষেবার।

রাজ্যের পাশাপাশি জেলাতেও স্বাস্থ্য পরিষেবার উন্নতি ঘটানো দরকার আছে। এই দাবি পত্রের মুখ্য বিষয় বর্তমান পরিস্থিতির কথা ভেবে সরকারের উচিত কোভিড হাসপাতালগুলিতে অক্সিজেন ভেন্টিলেটর সহ সমস্ত জরুরি চিকিৎসা পরিষেবা চালু রাখা ও ঝুঁকিমুক্ত সার্বিক টিকাকরণ নিশ্চিত করার দাবি রাখা হয়েছে জেলা স্বাস্থ্য অধিকর্তা সিএমওএইচ’র কাছে। এর পাশাপাশি জেলার সমস্ত সেফ হোম ও কোভিড হাসপাতালে অক্সিজেন সহ সমস্ত আপৎকালীন পরিস্থিতিতে জরুরি পরিষেবা চালু রাখার দাবি জানানো হয় এই ডেপুটেশনে। এছাড়াও, অভিলম্বে উচিত আরটিপিসি আরওআরএটি টেস্টের পরিমাণ বৃদ্ধি করা। কোভিড হাসপাতালগুলিতে বেডের সংখ্যা বাড়ানোর দরকার আছে। শ্বাসকষ্ঠজনিত রোগীর জন্য পৌর এলাকাগুলো সহ পঞ্চায়েত এলাকাগুলিতেও পর্যাপ্ত অক্সিজেন সহ সেফ হোমের ব্যবস্থা করা দরকার আরও বেশি পরিমাণে। এছাড়াও, রোগীর আত্মীয়রা ব্লাড ব্যংকে এসে কি কি গ্রূপের রক্ত আছে তা জানতে পারে না। আসলে তাদের বলা হয়ে থাকে রক্ত নেই। তাই ব্লাড ব্যাংকের সামনে ডিসপ্লে রাখা উচিত সেখানে উল্লেখ করা উচিৎ যে কি কি গ্রুপের রক্ত আছে, যাতে মানুষ হয়রানি না হয়। এই সকল দাবি সহ মোট নয়টি দাবি রাখা হয়েছে এই স্মারকলিপিতে।

এই সংস্থার তরফে সম্পাদক প্রদীপ সরকার বলেন, “এই মহামারিতে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হওয়ার দরকার আছে। বহু বিশিষ্ঠ মানুষ এই মহামারীর কোপে প্রাণ হারিয়েছে। ফলে আমাদের সংস্থার তরফে সরকারের কাছে বেশকিছু দাবি নিয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে দাবি জানানো হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *