পশ্চিম মেদিনীপুর ও হুগলীর বন্দর এলাকায় কংক্রিটের ব্রিজ নির্মাণের দাবিতে দিল্লিতে প্রধানমন্ত্রীর দপ্তরে স্মারকলিপি

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৬ মে: পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ও হুগলি জেলার খানাকুল ব্লকের মধ্যে সংযোগকারী বন্দর এলাকায় রূপনারায়ণের উপর একটি কংক্রিটের ব্রিজ নির্মাণের দাবিতে ‘ব্রিজ নির্মাণ সংগ্রাম কমিটি’র পক্ষ থেকে ২৬ মে দিল্লিতে প্রধানমন্ত্রীর দপ্তরে চার হাজার তিন শত ছাপান্ন জন অধিবাসীর স্বাক্ষর সম্বলিত স্মারকলিপি পেশ করা হয়।

বন্দর ব্রিজ নির্মাণ সংগ্রাম কমিটির উপদেষ্টা নারায়ণ চন্দ্র নায়ক ও যুগ্ম সম্পাদক দেবব্রত মন্ডল জানান, হুগলী জেলার খানাকুল ১ ও ২ নম্বর ব্লকের এক বিরাট সংখ্যক বাসিন্দা চিকিৎসা পরিষেবা নিতে ও যাতায়াতের ক্ষেত্রে ঘাটাল হয়েই একদিকে কলকাতা অন্যদিকে খড়গপুর যাওয়া-আসা করে। ফলস্বরূপ ওই স্থানে একটি কংক্রিটের ব্রিজ হলে পশ্চিম মেদিনীপুর ও হুগলী জেলার লক্ষাধিক মানুষ ভীষণভাবে উপকৃত হবেন।

নেতৃবৃন্দ জানান, এলাকায় কংক্রিটের ব্রিজ নির্মাণের দাবিতে দলমত নির্বিশেষে ব্রিজ নির্মাণ সংগ্রাম কমিটি গঠনের পর থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী, পূর্ত ও সেচমন্ত্রীর কাছেও স্মারকলিপি দেওয়া হয়েছে।
       

      

       

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here