কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১০ জানুয়ারি:
খড়ার পুরসভার প্রয়াত প্রাক্তন চেয়ারম্যান এবং শিক্ষাবিদ উত্তম মুখোপাধ্যায়ের স্মরণ সভা হল। রবিবার পৌরসভা সংলগ্ন মাঠে এই স্মরণসভা হয়। উত্তম মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করার মাধ্যমে সভা শুরু হয়।
সভায় বক্তারা উত্তম মুখোপাধ্যায়ের উন্নয়নমুখী মানসিকতা এবং কাজের পরিকল্পনা রূপায়ণের কথা বলেন। তাঁর আমলে খড়ার পুরসভার ব্যাপক উন্নয়ন হয়েছে বলে বক্তারা বলেন। শুধু রাজনৈতিক জীবন নয়, শিক্ষা জগতে তাঁর অবদানের কথা আলোচনা করা হয়। তাঁর মৃত্যুতে শূন্যতা সৃষ্টি হলো বলে বক্তারা বলেন। স্মরণসভায় উত্তমবাবুর জীবনের বিভিন্ন দিক আলোচিত হয়।
সভায় ছিলেন খড়ার পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান অরূপ রায়, বীরসিংহ ভগবতী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পলাশ সিংহ রায়, অদ্যুৎ মন্ডল, ডাঃ মনোরঞ্জন কর্মকার সহ অন্যান্যরা।