পূর্ববঙ্গে হিন্দুদের স্মৃতি (৬১) ঈশান চন্দ্র ঘোষের জন্মভিটে

আমাদের ভারত, ৫ ফেব্রুয়ারি: ঈশান চন্দ্র ঘোষের (রায়বাহাদুর) বাড়ি ফরিদপুরের ময়না ইউনিয়নের বোয়ালমারীর অন্তর্গত ময়নার খরসূতি গ্রামে। ঈশান চন্দ্র ঘোষ, (রায়বাহাদুর)এর স্মৃতি বিজড়িত বোয়ালমারীতে রয়েছে ঐতিহাসিক স্থাপনা।

১৮৫৮সালের মে মাস, বাংলা ১২৬৭সালে বোয়ালমারীর ময়না ইউনিয়নের খরসূতি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ১৮৮২ সালে ইংরেজি সাহিত্যে কৃতিত্বের সাথে এম এ পাশ করে শিক্ষা জীবন সমাপ্ত করেন। ১৮৮৫ সালে নড়াইল হাই স্কুল প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। ১৯১১ সালে জন্মভূমি বোয়ালমারীতে “জর্জ একাডেমী” প্রতিষ্ঠা হলে তিনি হন প্রথম প্রধান শিক্ষক। ১৯১২সালে কলকাতা প্রেসিডেন্সি বিভাগের ডেপুটি স্কুল ইন্সপেক্টর পদে যোগদান করেন।

১৯১৬সালে ব্রিটিশ সরকারের সিদ্ধান্তে প্রথম বাঙালি হিসেবে কলকাতা ডেভিড হেয়ার স্কুলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ১৯২১সালে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির সভাপতি নির্বাচিত হন।তিনি সংস্কৃত, ইংরেজী ও দর্শনশাস্ত্রে অসাধারণ পান্ডিত্য অর্জন করে ছিলেন। বাংলা সাহিত্যেও তার অবদান অপরিসীম।

Text, Photo : Sazzadur Rasheed
সূত্র— সেভ দি হেরিটেজেস অফ বাংলাদেশ ফেসবুক গ্রুপ।
সঙ্কলন— অশোক সেনগুপ্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *