পূর্ববঙ্গে হিন্দুদের স্মৃতি (৬৪) ‘শৈল রাণী দেবীর পরিবারের সাথে যোগাযোগ করতে চাই’

আমাদের ভারত, ৭ ফেব্রুয়ারি : বঙ্গভিটা ফেসবুক গ্রুপে বিশ্বজিৎ ঘোষ লিখেছেন, পশ্চিমবঙ্গের বন্ধুদের মাধ্যমে এই স্কুলের প্রতিষ্ঠাতা শৈল রাণী দেবীর পরিবারের সাথে যোগাযোগ করতে চাই। অফিসিয়াল কাজে কুমিল্লার এক শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে দেখলাম ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত এক বিদ্যালয় মেয়েদের শিক্ষার আলো ছড়াচ্ছে। কৌতুহলী হয়ে কর্তৃপক্ষের সাথে প্রতিষ্ঠাতা ও এই প্রতিষ্ঠানের ইতিহাস নিয়ে কিছুটা কথাও হলো। নজর কেড়েছিল প্রতিষ্ঠাকাল থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নাম তালিকা।

খুব অবাক হয়েছিলাম ১৯৪৬ সালে প্রথম প্রধান শিক্ষিকা সে সময়ে আমেরিকায় প্রশিক্ষণ প্রাপ্ত বাঙ্গালী নারী। একটা ছবি টাঙ্গানো ছিলো যার নামে প্রতিষ্ঠা করা হয়েছিলো এই বিদ্যালয়। যে পরিবারের উদ্যোগে শৈলরাণী দেবী পৌর বালিকা উচ্চ বিদ্যালয় গড়ে তোলা হয়েছিলো তারা ১৯৪৬ সালে দেশ ত্যাগ করে পশ্চিমবঙ্গে চলে যায়। কিন্তু কখনও এই প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ হয়নি

এই লেখার মাধ্যমে যদি তাঁদের পরিবারের কেউ জানতে পারেন হয়তো আনন্দিত হবেন, কিংবা আগ্রহ জন্মাতে পারে এই বিদ্যালয়ে আসার।”
সংকলন— অশোক সেনগুপ্ত

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here