পূর্ববঙ্গে হিন্দুদের স্মৃতি (৬৫) সিরাজগঞ্জে গণিত সম্রাট যাদব চক্রবর্তীর স্মৃতিবিজড়িত বাড়িতে কিছুক্ষণ

আমাদের ভারত, ১১ ফেব্রুয়ারি: ভৈরব রেলওয়ে স্কুলে আমাদের একজন শ্রদ্ধেয় গণিত শিক্ষক ছিলেন, প্রয়াত মহেন্দ্রনাথ পাল স্যার। তাঁর কাছেই আমরা শুনতে পাই গণিতের জাদুকর যাদব চক্রবর্তীর অসাধারণ মেধা ও গণিত সাধনার কথা।

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন যাদব চক্রবর্তী। অনেক কষ্ট করে গণিতে এম.এ ডিগ্রি নেন এবং পরবর্তীতে স্যার সৈয়দ আহমেদের আহবানে আলিগড় মোহামেডান এ্যাংলো ইন্ডিয়ান কলেজে (পরে আলিগড় বিশ্ববিদ্যালয়) দীর্ঘ দুই যুগেরও বেশি শিক্ষকতা করেন। তাঁর রচিত মাস্টারপিস গ্রন্থ পাটীগণিত ১০০ বারেরও বেশি পুনর্মুদ্রণ হয় এবং একাধিক ভাষায় অনূদিত হয়।

আলিগড় কলেজ থেকে অবসর নেওয়ার পর তিনি সিরাজগঞ্জ শহরে বাড়ি নির্মাণ করে বসবাস করতে থাকেন এবং এক পর্যায়ে সিরাজগঞ্জ পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ১৯২০ সালে এই মেধাবী, কিংবদন্তি গণিতজ্ঞ মৃত্যুবরণ করেন।

গত ৫ ফেব্রুয়ারি’২৩, রোববার আমরা যাদব চন্দ্র চক্রবর্তীর বাড়িটি দেখতে যাই।সেখানে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ নামে একটি বেসরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। দু:খ হলো, সেখানে এই মহান গণিতবিদের একটি প্রতিকৃতিও খুঁজে পেলাম না।

শরিফ আহমেদ।
সূত্র— সেভ দি হেরিটেজেস অফ বাংলাদেশ ফেসবুক গ্রুপ।
সংকলন— অশোক সেনগুপ্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *