অপেক্ষার অবসান! নতুন বছরেই দক্ষিণেশ্বর পর্যন্ত যাত্রা শুরু মেট্রোর

রাজেন রায়, কলকাতা, ২৩ ডিসেম্বর: অবশেষে কলকাতার সঙ্গে যোগ সূত্র সহজ হতে চলেছে উত্তর শহরতলির মানুষের। নতুন বছরের শুরুতেই দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ। ইতিমধ্যেই দক্ষিণ কলকাতা এবং দক্ষিণ শহরতলি নবনির্মিত মাঝেরহাট সেতুর মাধ্যমে যুক্ত হয়েছে। উত্তর দিকের ক্ষেত্রে টালা ব্রিজ এখনই তৈরি করা না গেলেও মেট্রো চালু হলে সাধারণ মানুষের অনেকটাই সুবিধা হবে বলে মনে করছে মেট্রো কর্তৃপক্ষ।

বুধবার সকালে নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত নতুন রুটে মেট্রোর ট্রায়াল শুরু হয়। সব কিছু ঠিক থাকলে নতুন বছরের জানুয়ারি অথবা ফেব্রুয়ারি থেকেই পরিষেবা শুরু হয়ে যেতে পারে বলে মেট্রো সূত্রে জানা যাচ্ছে। তার আগে নিরাপত্তা-সহ অন্য বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে। এ দিন সকালে কমিশনার অব রেলওয়ে সেফটি (সিআরএস)-র তত্ত্বাবধানে মেট্রোর অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে পরীক্ষামূলক ভাবে নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর মেট্রো চলাচলের সূচনা হয়।

দক্ষিনেশ্বর থেকে চালু হওয়ার পর বরানগর স্টেশনকেও যুক্ত করে নেওয়া হবে বলে মেট্রো সূত্রে জানা গিয়েছে। সে ক্ষেত্রে সরাসরি মেট্রোয় উঠতে পারবেন বিটি রোডের মানুষজন। তবে ওই অংশের কাজ কিছুটা বাকি রয়েছে। এর ফলে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো ছুটবে। ফলে অল্প সময়ের মধ্যেই তিলোত্তমার প্রাণকেন্দ্র থেকে দক্ষিণেশ্বর পৌঁছতে পারবেন সাধারণ মানুষ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here