মেদিনীপুর শহর যুব তৃণমূলের উদ্যোগে রামনবমীর মিছিল

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩০ মার্চ: আজ পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রামনবমীর মিছিল সংগঠিত হয়। মিছিলটি শহরের কলেজ ময়দান থেকে শুরু হয়ে গোলকুঁয়া চক, বটতলা চক, নান্নুর চক হয়ে গান্ধী মূর্তির সামনে হয়ে পুনরায় কলেজ ময়দানে এসে শেষ হয়। এই শোভাযাত্রায় শুধুমাত্র রামভক্ত ছাড়াও অন্যান্য ধর্মের মানুষ‌ও পা মেলান।

উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া, জেলা যুব সভাপতি সন্দীপ সিংহ, পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, কাউন্সিলর সুসময় মুখার্জি, টোটন সাসপিল্লী, লিপি বিশুই, সত্য পড়িয়া, মোজাম্মেল হোসেন, সমাজসেবী আব্দুল ওয়াহেদ সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিগণ। এই মিছিলটি শান্তিপূর্ণ ভাবে শেষ হয়। এই মিছিলের জন্য শহরের‌ কোত‌ওয়ালি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট পরিমাণে নজরদারি ছিল যাতে কোনো প্রকারে অপ্রীতিকর ঘটনা না ঘটে।

এই মিছিলে ৫ থেকে ৭ হাজার লোকের সমাগম হয়। রাম সীতার মূর্তির ট্যাবেলোর পাশাপাশি রাম সীতা লক্ষণ হনুমানের সাজে শিশুরা ছাড়াও বাংলার ঢাক, আদিবাসীদের নৃত্য ‌সহ নানা রকম বাদ্যযন্ত্র বাজিয়ে শহর পরিক্রমা করে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here