লক্ষ মানুষের ঢল বোল্লায়, মা’কে চোখের জলে বিদায় ভক্তদের

আমাদের ভারত, বালুরঘাট, ১৮ নভেম্বর: লাখো মানুষের ঢল ঐতিহ্যবাহী বোল্লা কালীর বিসর্জনে। চোখের জলে মাকে বিদায় অগণিত ভক্তের। সোমবার বিকেলে তিন দিনের বিরাট মেলা শেষে পুজো মন্ডপের পাশের পুকুরে সম্পন্ন হয় বোল্লা কালীর বিসর্জন পর্ব। এদিন বালুরঘাটের বোল্লা এলাকায় দেবী মায়ের এই বিসর্জনকে ঘিরে কাতারে কাতারে মানুষের ভিড় উপচে পড়ে। যা পুজোর দিনের ভিড়কেও ছাপিয়ে যায়। ঢাক ঢোল বাজিয়ে মন্দির থেকে চাকা লাগানো বিশাল কাঠামো রশি দিয়ে টেনে পুকুর ঘাটে মাকে টেনে নিয়ে যায় ভক্তরা। উপচে পড়া মানুষের ভিড় সামলাতে এদিন জোরদার পুলিশি ব্যবস্থার আয়োজন হয়েছিল গোটা বোল্লা মন্দির চত্বরে। র‍্যাফ, থেকে কমব্যাট ফোর্স, পুলিশ ও প্রচুর সিভিক ভলান্টিয়ার নিযুক্ত করা হয় এলাকায়।

উল্লেখ্য, শুক্রবার ঐতিহ্য ও পরম্পরা মেনে শতাব্দী প্রাচীন বোল্লা কালীর মেলা শুরু হয় বোল্লা এলাকায়। যাকে ঘিরে তিন দিন ব্যাপী বিরাট মেলার আয়োজন হয় এলাকায়। যেখানে ভিড় জমে শুধু জেলা বা প্রতিবেশী জেলার নয়, আশপাশের রাজ্যের বা দেশের প্রচুর মানুষের সমাগম ঘটে। সোমবার দেবীর বিসর্জনের পরই ভক্তদের সকলের মনই একপ্রকার ভারাক্রান্ত হয়ে ওঠে।

ডিএসপি সদর ধীমান মিত্র জানিয়েছেন, প্রতি বছর বোল্লা মন্দিরের পাশের পুকুরে দেবীর বিসর্জন পর্ব অনুষ্ঠিত হয়। এবারে পুজোর দিন থেকে শেষ পর্যন্ত মন্দির কমিটির সম্পূর্ণ সহযোগিতা পাওয়া গিয়েছে। শান্তিপূর্ণ ভাবেই বিসর্জন সম্পন্ন হয়েছে এদিন। ভক্তদের সুরক্ষায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *