
সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৪ জুন: আমফান আর কালবৈশাখীর দাপটে লক্ষ লক্ষ গাছ নষ্ট হয়েছে। তাই পরিবেশ বাঁচাতে উদ্যোগ নিল
উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গা পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের অখিল পল্লী গ্রামের রবীন্দ্র নাট্য সংস্থা।
নাট্যকর্মীরা পরিবেশ বাঁচাতে সারা মাস জুড়ে ৩০ হাজার গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছে।
আমফান ও কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে নষ্ট হয়েছে লক্ষ লক্ষ গাছ। আর এর ফলে আগামী দিনে পরিবেশের উপর ভয়ঙ্কর প্রভাব পড়তে পারে। তাই পরিবেশকে বাঁচাতে এগিয়ে এল অখিল পল্লীগ্রামের রবীন্দ্র নাট্য সংস্থা নামে নাটকের দল। সারা জুন মাস ধরে দৈনিক ১ হাজার করে মোট ৩০ হাজার গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। তবে শুধু গাছ লাগানোই নয়, গাছ গুলোকে বাঁচিয়ে তোলার দায়িত্বও নিয়েছে নাট্যকর্মীরা। বৃস্পতিবার বিভিন্ন স্কুল কলেজ সহ সরকারি প্রতিষ্ঠানে এবং রাস্তার ধারে এই গাছ লাগাচ্ছেন তারা। সোনাঝুরি, অশোক, মেহগনি, পেয়ারা, সেগুন, লম্বু, হরিতকী, বয়রা, সহ বিভিন্ন ধরনের গাছ লাগাচ্ছে নাট্যকর্মীরা।
একদিকে গাছ লাগানো অন্যদিকে পথ নাটকের মাধ্যমে পরিবেশ সম্পর্কে মানুষকে সচেতন করা এবং সাধারণ মানুষকে গাছ দত্তক দেওয়া। ইতিমধ্যেই বর্ষা শুরু হয়ে গেছে আবার ৫ জুন বিশ্বপরিবেশ দিবস। করোনাভাইরাস এবং লকডাউনের ফলে নাটকের দলগুলি নাটক করতে পারছেন না পাশাপাশি রিহার্সাল করাও সম্ভব হচ্ছে না, তাই সামাজিক দূরত্ব বজায় রেখে পরিবেশের উপর পথনাটিকা তৈরি করে একদিকে সাধারণ মানুষকে পরিবেশ সম্পর্কে সচেতন করা এবং গাছ লাগানো ও গাছ বিতরণ করার দায়িত্ব নিয়েছে সংস্থার নাট্যকর্মীরা।