করোনা আবহে দলীয় সুপ্রিমোর ভার্চুয়াল সভায় পুরুলিয়ায় অংশ নিলেন লক্ষাধিক কর্মী, দাবি জেলা তৃণমূলের

সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ২১ জুলাই: করোনা আবহে দলীয় সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল সভায় পুরুলিয়ায় অংশ নিলেন লক্ষাধিক কর্মী। এমনটাই দাবি করল জেলা তৃণমূল কংগ্রেস। জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক দফতরে মন্ত্রী শান্তিরাম মাহাতো এই দাবি করে বলেন,’জেলার বিভিন্ন প্রান্তে, বুথে বুথে, এই ভার্চুয়াল সভায় লক্ষাধিক কর্মী ও সমর্থক আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এবং নির্দেশ শুনলেন। করোনা আবহে তাঁকে চাক্ষুষ করার আফসোস থাকলেও এদিনের নেত্রীর বক্তব্য কর্মীদের আরো বেশি উদ্বুদ্ধ করেছে।’

রক্তদান শিবিরের আয়োজন, শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পুরুলিয়া
জেলাজুড়ে শহিদ দিবস পালন করল তৃণমূল কংগ্রেস।
জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পুরুলিয়া শহরের বেলগুমা হাই স্কুলে শহিদ দিবস পালন হল। ১৯৯৩ সালে মহাকরণ অভিযানে নিহত যুব কংগ্রেস কর্মীদের স্মরণে ২১ জুলাই দিনটি পালন করে আসছে তৃণমূল। তাঁদেরই স্মরণে তৈরি শহিদ বেদিতে শ্রদ্ধা জানান তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক দপ্তরের মন্ত্রী শান্তিরাম মাহাতো, অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানি টুডু, জেলা আহ্বায়ক গুরুপদ টুডু সহ অন্যান্য সাংগঠনিক নেতা নেত্রীরা। এখানে জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে দলের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য সরাসরি সম্প্রচার করা হয়। একইভাবে জেলার বিভিন্ন জায়গাতে দিনটি উদযাপিত হয়। রঘুনাথপুর শহরে রক্তদান শিবির আয়োজন করে স্থানীয় নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *