বীরভূমের দুটি ব্লকের নাম পরিবর্তনের দাবি মিল্টনের

আশিস মণ্ডল, বীরভূম, ২১ ডিসেম্বর: এবার ব্লকের নাম বদলের দাবি তুললেন বীরভূমের হাঁসন কেন্দ্রের কংগ্রেসের বিধায়ক মিল্টন রশিদ। তাঁর দাবি, স্থানীয় মানুষের ভাবাবেগকে সম্মান দিতেই নাম বদলের দাবি জানানো হয়েছে।

প্রসঙ্গত, হাঁসন বিধানসভা এলাকায় রয়েছে দুটি ব্লক। একটি রামপুরহাট ২ নম্বর ব্লক, অন্যটি নলহাটি ২ নম্বর ব্লক। রামপুরহাট ২ নম্বর ব্লক অফিস মাড়্গ্রামে। নলহাটি ২ নম্বর ব্লক অফিস লোহাপুরে। দুটি ব্লক অফিসের দুরত্ব রামপুরহাট ও নলহাটি শহর থেকে প্রায় ১০-১৫ কিলোমিটার। ফলে অনেকে ওই সমস্ত ব্লক অফিস খুঁজতে গিয়ে গোলকধাঁধাদার মতো ঘুরে বেড়ায়। মিল্টনবাবু বলেন, “মাড়্গ্রাম এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম বৃহৎ গ্রাম। এই গ্রামের অনেক ইতিহাস রয়েছে। সেই গ্রামে প্রশাসনিক ভবনের নাম রামপুরহাট। এমনকি ভূমি ও ভূমি সংস্কার সহ বেশ কিছু অফিসের নাম রামপুরহাটের নামে রয়েছে। এতে স্থানীয় মানুষের ভাবাবেগে আঘাত করছে। একইভাবে লোহাপুরে নলহাটি ব্লক অফিস থাকার ফলে এলাকার মানুষের ভাবাবেগে আঘাত করছে। তাই আমার দাবি, রামপুরহাট ২ নম্বর ব্লকের নাম পরিবর্তন করে মাড়্গ্রাম ব্লক করা হোক। নলহাটি ২ নম্বর ব্লকের নাম পরিবর্তন করে লোহাপুর করা হোক”। এই দাবিতে সোমবার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান মিল্টনবাবু। একই আবেদন পত্র বীরভূম জেলা শাসক এবং রামপুরহাট মহকুমা শাসকের কাছেও জমা দেওয়া হয়েছে”।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here