রাজ্যে শক্তি বাড়াচ্ছে মিম, উত্তর দিনাজপুরে কর্মিসম্মেলন

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২৮ নভেম্বর: সারা রাজ্যের সাথে সাথে উত্তর দিনাজপুর জেলাতেও প্রভাব বাড়ছে রাজনৈতিক সংগঠন “মিম” এর। পার্শ্ববর্তী রাজ্য বিহার বিধানসভা নির্বাচনে অভূতপূর্ব সাফল্যের পর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে তারা। শনিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের মালগাঁও গ্রামে একটি কর্মিসভা করে মিম। এই কর্মিসভায় তৃণমূল সহ অন্যান্য রাজনৈতিক দল থেকে শতাধিক কর্মী সমর্থক মিম এ যোগদান করেছেন।

উত্তর দিনাজপুর জেলায় মিমের দায়িত্বপ্রাপ্ত নেতা আয়ুব আলি জানিয়েছেন, মিমের সর্বভারতীয় নেতা আরশাদ ওয়াইসি তাঁদের এই জেলায় কাজ করতে বলেছেন। সেই হিসেবে তাঁরা জেলার বিভিন্ন প্রান্তে দলীয় কর্মসূচি শুরু করেছেন। ইতিমধ্যেই ৪ লক্ষ মানুষ মিমের সদস্যপদ গ্রহন করেছেন বলে দাবি করেন তিনি। আয়ুব আলি অভিযোগ করে বলেন, কংগ্রেস কিংবা বামফ্রন্ট সরকার থেকে শুরু করে বর্তমানে এরাজ্যের শাসক তৃণমূল সরকার তাঁদের প্রতি চরম বঞ্চনা করে চলেছে। দলিত বা আদিবাসী সম্প্রদায়ের মানুষ এই রাজ্যে পিছিয়ে আছে। তাদের সমস্যার কথা কেউ তুলছে না৷ একমাত্র মিমের সুপ্রিমো আরশাদ ওয়াইসিই এদের হয়ে আওয়াজ তুলছেন। পশ্চিমবঙ্গের হিন্দু মুসলিম, দলিত ও আদিবাসী সকলেই মিমের সাথে আছে। তাই এরাজ্যের নির্বাচনে তাঁরা লড়াই করবেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here