
আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৬ মে: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচিতে মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি ভাঙ্গচুরের অভিযোগ উঠল কুড়মি সামাজিক সংগঠনের বিরুদ্ধে। ঝাড়গ্রাম শহরে নবজোয়ার কর্মসূচির রোড শো শেষ করে লোধাশুলি আসার পথে ঝাড়গ্রাম ব্লকের অন্তর্গত শালবনী এলাকায় পাঁচ নম্বর রাজ্য সড়কের উপর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোর চোর বলে বিক্ষোভ দেখাতে থাকে কুড়মি সামাজিক সংগঠনের মানুষজন।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের শেষের দিকে মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি ছিল। অভিযোগ, বীরবাহা হাঁসদার গাড়ি লক্ষ্য করে পাথর মারা হয়। এছাড়াও তৃণমূল কর্মী সমর্থকদের গাড়ি লক্ষ্য করে পাথর এবং লাঠি দিয়ে মারা হয় বলে অভিযোগ। মন্ত্রীর গাড়ির কাঁচ ভেঙ্গে যায়। অল্পের জন্য প্রাণে বাঁচেন মন্ত্রী।