রায়গঞ্জে বিজেপির গৃহ সম্পর্ক অভিযানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১২ ডিসেম্বর: “আর নয় অন্যায়” এই স্লোগানকে সামনে রেখে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের সন্ত্রাস ও দুর্নীতির কথা তুলে ধরতে রায়গঞ্জ শহরে “গৃহ সম্পর্ক অভিযান” কর্মসূচি পালন করলেন রায়গঞ্জের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী। রায়গঞ্জ শহরের নিউ উকিলপাড়ার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে রাজ্য সরকারের দুর্নীতি ও শাসক দলের সন্ত্রাসের কথা তিনি প্রচার করেন। এর পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকার আছে এরাজ্যেও বিজেপির সুশাসন গড়তে তৃণমূল কংগ্রেসকে রাজ্য থেকে উৎখাত করার আবেদন জানান কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী। ভয়, সন্ত্রাস, ক্ষুধা তথা তোষণ মুক্ত এক পশ্চিমবঙ্গ গঠন করার আহ্বান জানান তিনি।

রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের “দুয়ারে সরকার” কর্মসূচির পালটা হিসেবে “গৃহ সম্পর্ক অভিযান” কর্মসূচি শুরু করেছে বিজেপি। মানুষের ঘরে ঘরে পৌঁছে তৃণমূল কংগ্রেসের সন্ত্রাস, দুর্নীতি ও অপশাসন সম্পর্কে তাদের জানানোর পাশাপাশি আগামী বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে মমতা বন্দোপাধ্যায় ও তাঁর দলকে উৎখাত করার লক্ষ্য নিয়েই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গত ৫ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে আজ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের বেশকিছু এলাকার মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে এই “গৃহ সম্পর্ক অভিযান” কর্মসূচি পালন করলেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা উন্নয়নমূলক কাজকর্মের তালিকা সহ লিফলেট নিয়ে তা প্রতিটি বাড়িতে গিয়ে মানুষকে তুলে দেওয়ার পাশাপাশি রাজ্যের মানুষকে তৃণমূল কংগ্রেসের অপশাসনের ব্যাখ্যা করলেন তিনি।

গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচি পালন করে কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী বলেন, এরাজ্যে অরাজকতার ম্যাৎসনায় চলছে। খুন আর সন্ত্রাসের আবহ চলছে পশ্চিমবঙ্গে। রাজ্যে এখনও পর্যন্ত বহু বিজেপি কার্যকর্তা খুন হয়েছেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলা হয়েছে। চরম অন্যায় আর অত্যাচার আর ভাষাহীন সন্ত্রাস চালাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সমস্ত রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে গিয়েছে। আমরা চাই না সাংবিধানিক বা প্রশাসনিক ক্ষমতা দেখিয়ে এর জবাব দিতে। আমরা তাই গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে মানুষের কাছে গিয়ে রাজ্যের তৃণমূল সরকারের অপশাসনের কথা তুলে ধরছি। আর মোদীজির নেতৃত্বে বাংলায় সুশাসনের সরকার গড়তে বিজেপিকে ভোট দেওয়ার আবেদন জানাচ্ছি বলে জানালেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here